প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / শিং ভাঙ্গা পশু কি কুরবানী করা যাবে?

শিং ভাঙ্গা পশু কি কুরবানী করা যাবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম কেমন আছেন?

আমার একটা প্রশ্ন হলো, এক গরীবের একটা গরু ছিলো, সে মানত করলো, আমার অমুক কাজটি পূর্ণ হলে আমি এই গরুর একটা অংশ কুরবান করবো। বাকি ৬ অংশ অন্যদেরকে বিক্রি করে দেবো। পরে কাজটি পূর্ণ হয়। পরবর্তিতে হঠাৎ করে ঐ গরুর একটা শিং সম্পূর্ণ সমূলে উপড়ে যায়। এমতাবস্থায় করণীয় কী? আশা করি জানিয়ে বাধিত করবেন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

শিং যদি এমনভাবে উপড়ে যায় যে, তার মগজে ক্ষতি হয়ে যায়, তাহলে উক্ত পশু দিয়ে কুরবানী হবে না। কিন্তু যদি মগজ পর্যন্ত না পৌছে শুধু শিং ভাঙ্গার দ্বারা উক্ত পশু কুরবানীর যোগ্য হওয়া থেকে খারিজ হবে না।

يضحى بالجماء التى لا قرن لها خلقة وكذا العظماء التى ذهب بعض قرنها بالكسر أو غيره فإن بلغ الكسر إلى المخ لم يجز (رد المحتار-9/467، مجمع الأنهر-4/171، بدائع الصنائع-4/216، هندية قديم-5/297، جديد-5/242، تبيين الحقائق-6/479)

কুরবানীর মান্নতের দুই অবস্থা। যদি শুধুমাত্র রক্ত প্রবাহিতকরণ তথা কেবল কুরবানী মাকসাদ হয়, তাহলে উক্ত পশুর গোস্ত খাওয়া যায় না। দান করে দিতে হয়।

আর যদি কুরবানী দিয়ে নিজেরা ভক্ষণ করা মাকসাদ হয়, তাহলে তা মূলত মান্নত হয় না। তাই তার গোশত খেতে কোন সমস্যা নেই।

যদি প্রথম সূরত হয়, তাহলে উক্ত পশুর এক সপ্তমাংশের দাম ধরে দান করে দিতে হবে।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *