প্রচ্ছদ / প্রশ্নোত্তর / দুধ বিক্রি করা গাভীর মূল্যের উপর কি যাকাত আবশ্যক?

দুধ বিক্রি করা গাভীর মূল্যের উপর কি যাকাত আবশ্যক?

প্রশ্ন

একটি জরুরী প্রশ্ন। দ্রুত উত্তর দিবেন আশা করি।

মুফতী সাহেব। আমার বাড়ির পাশে এক ব্যক্তি। অত্যান্ত গরীব। তার একটি গরু আছে। তিনি সেই গরুর দুধ বিক্রি করে দিনাতিপাত করেন। এখন প্রশ্ন হল, উক্ত গরুর মূল্যের উপর কি যাকাত আবশ্যক হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। উক্ত গরুর মূল্যের উপর যাকাত আবশ্যক হবে না। কারণ, ব্যবসা করার যন্ত্রের উপর যাকাত আসে না। বরং ব্যবসায়িক পণ্যের উপর যাকাত আসে।

যেহেতু গরুটির দুধ দিয়ে ব্যবসা করছে লোকটি। সুতরাং গরুটি তার ব্যবসায়িক যন্ত্র। পণ্য নয়। আর যাকাত পণ্যের উপর আসে। যন্ত্রের উপর নয়।

وآلات الصناع الذين يعملون بها، وظروف الأمتعة لا تجب فيها الزكاة، ولو أن نخاسا يشترى الدواب وبيعها فاشترى جلالا ومقاود وبرادغ، فإن كان يبيع هذه الأشياء مع الدواب ففيها الزكاة وإن كانت لحفظ الدواب، وفى الخانية: ولا يدفع ذلك مع الدابة فلا تجب فيه الزكاة (تاتارخانية-3\169)

لو اشترى قدورا من صفر يمسكها ويواجرها لا تجب فيها الزكاة، كما لا تجب فى بيوت الغلة (تاتارخانية-1\251)

اذا اشترى جوالق بعشرة آلاف درهم ليواجرها من الناس فحال عليها الحول، فلا زكاة فيها، لأنه اشتراها للغلة لا للتجارة (تاتارخانية-4\169، رقم-4016-4017)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *