প্রচ্ছদ / প্রশ্নোত্তর / অনাদায়কৃত বিগত ৫ বছরের যাকাত কিভাবে আদায় করবে?

অনাদায়কৃত বিগত ৫ বছরের যাকাত কিভাবে আদায় করবে?

প্রশ্ন

একজনের কাছে কিছু সোনা ও কিছু রূপা ছিল। সে মনে করেছিল, তার উপর যাকাত ফরজ হয়নি/যাকাত ফরজ নয়। এভাবে বেশ কয়েক বছর (৫ বছর) কেটে গিয়েছে। এখন সে জেনেছে, সোনা ও রূপা উভয়টি একসাথে থাকার কারণে বিগত কয়েক বছর যাকাত ফরজ হয়েছিল।

এখন তার করণীয় কী? সে কি আসন্ন রজমানে শুধু এক বছরের যাকাত দেবে নাকি অতীতের প্রতি বছরের জন্য যাকাত দেবে? ৪০ ভাগের ১ ভাগ দেবে, নাকি ৫ ভাগ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

তার উপর বিগত ৫ বছরের যাকাত আবশ্যক। সেই হিসেবে যাকাত আবশ্যক সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ প্রথমে যাকাত আদায় করবে।

তারপর যে বাকি সম্পদ থাকে,তার উপর যাকাত আবশ্যক হলে তা থেকে দ্বিতীয় বছরের যাকাত ৪০ ভাগের এক ভাগ আদায় করবে।

তারপর বাকি যতটুকু থাকবে তার উপর যাকাত আবশ্যক হলে তা থেকে তৃতীয় বছরের যাকাত দিবে।

এরপর বাকি সম্পদ এর উপরও যদি যাকাত আবশ্যক হয় পরিমাণ বাকি থাকে, তাহলে তা থেকে ৪র্থ বছরের যাকাত আদায় করবে।

তারপরও যদি যাকাত আবশ্যক হয় পরিমাণ সম্পদ বাকি থাকে, তাহলে বাকি সম্পদ থেকে ৫ম বছরের যাকাত আদায় করবে।

আর যদি প্রথমবার যাকাত দেবার পর বাকি সম্পদের উপর যাকাত আবশ্যক না থাকে, তাহলে যাকাত দিতে হবে না। এমনিভাবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সূরতেরও একই হুকুম হবে।

إذا كان لرجل مأتا درهم أو عشرين مثقال ذهب فلم يؤد زكاته سنتين يزكى السنة الأولى (بدائع الصنائع، كتاب الزكاة، دين الزكاة-2\86)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *