প্রচ্ছদ / আদব ও আখলাক / “দস্তরখানে খাবার খেলে রিজিকের অভাব হয় না” একথার ভিত্তি কী?

“দস্তরখানে খাবার খেলে রিজিকের অভাব হয় না” একথার ভিত্তি কী?

প্রশ্ন

From: Redwan Hussain Rahat
বিষয়ঃ দস্তরখানার আমল প্রসঙ্গে

প্রশ্নঃ
যে ঘরে দস্তরখানার আমল হয় সে ঘরে রিজিকের অভাব হয় না। এ কথাটি কি সহিহ/দলিল ভিত্তিক?

উত্তর

بسم الله الرحمن الرحيم

সরাসরি এমন কোন কথা আমরা পাইনি। তবে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানে খানা খেতেন। দস্তরখানে খানা খাওয়ার মাঝে বরকত রয়েছে। ফেরেশতাগণও দস্তরখানে খানা ভক্ষণকারীর জন্য দুআ করেন।

সেই হিসেবে বলা যায় যে, দস্তরখানে খানা খেলে রিজিকের মাঝে বরকত হয়।

عَنْ يُونُسَ قَالَ عَلِيٌّ هُوَ الإِسْكَافُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ قَالَ مَا عَلِمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَلَ عَلٰى سُكْرُجَةٍ قَطُّ وَلاَ خُبِزَ لَه“ مُرَقَّقٌ قَطُّ وَلاَ أَكَلَ عَلٰى خِوَانٍ قَطُّ قِيلَ لِقَتَادَةَ فَعَلاَمَ كَانُوا يَأْكُلُونَ قَالَ عَلٰى السُّفَرِ

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও ‘সুকুরজা’ অর্থাৎ ছোট ছোট পাত্রে আহার করেছেন, তার জন্য কখনও নরম রুটি বানানো হয়েছে কিংবা তিনি কখনো টেবিলের উপর আহার করেছেন বলে আমি জানি না। ক্বাতাদাহকে জিজ্ঞেস করা হলো, তাহলে তাঁরা কিসের উপর আহার করতেন। তিনি বললেনঃ দস্তরখানের উপর। [সহীহ বুখারী, হাদীস নং-৮৩৮৬]

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا- قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:] تُصَلِّي الْمَلَائِكَةُ عَلَى الرَّجُلِ مَا دَامَتْ مَائِدَتُهُ مَوْضُوعَةً [خَرَّجَهُ الثِّقَاتُ

হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফেরেশতাগণ ঐ ব্যক্তির উপর ততক্ষণ রহমাতের দুআ করতে থাকে, যতক্ষণ দস্তরখান বিছনো থাকে। [তাফসীরে কুরতুবী-৬/৩৭৪, সূরা মায়িদা, আয়াত নং-১১৬]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply to Md dildar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *