প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / ড্রাই ক্লিনিং দ্বারা নাপাক কাপড় পবিত্র হয় হয় কি?

ড্রাই ক্লিনিং দ্বারা নাপাক কাপড় পবিত্র হয় হয় কি?

প্রশ্ন

ড্রাই ক্লিনিং এর মাধ্যমে নাপাক কাপড় পাক হবে নাকি নাপাকই থাকবে? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

উলামায়ে কেরামগণের মাঝে এ বিষয়ে মতভেদ আছে। মুফতী রশীদ আহমদ লুধিয়ানবী রহঃ এর মতে নাপাক কাপড় ড্রাই ক্লিনিং এর মাধ্যমে পবিত্র হবে না। [আহসানুল ফাতাওয়া-২/৮৩]

কিন্তু মুফতী নিজামুদ্দীন রহঃ এর ফাতাওয়া হল, ড্রাই ক্লিনিং এর মাধ্যমে কাপড় পবিত্র হয়ে যায়। [নিজামুল ফাতাওয়া-১/১৩৫-১৩৬]

মুফতী মাহমূদ হাসান গঙ্গুহী রহঃ এর ফাতাওয়া মাহমূদিয়া-৮/২৮৮-২৮৯ নং ফাতাওয়া দ্বারা বুঝা যায় যে, তার মতেও ড্রাই ক্লিনিং এর মাধ্যমে কাপড় পবিত্র হয়ে যায়। [ফাতাওয়া কাসিমীয়া-৫/২০০৮-২১০]

يَجُوزُ تَطْهِيرُ النَّجَاسَةِ بِالْمَاءِ وَبِكُلِّ مَائِعٍ طَاهِرٍ يُمْكِنُ إزَالَتُهَا بِهِ كَالْخَلِّ وَمَاءِ الْوَرْدِ وَنَحْوِهِ مِمَّا إذَا عُصِرَ انْعَصَرَ (الفتاوى الهندية-1/41، رد المحتار-1/510

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

অবাঞ্ছিত লোম ও কর্তিত নখ কি পুঁতে রাখা জরুরী?

প্রশ্ন From: Nusrat বিষয়ঃ Disposing Hair and Nails প্রশ্নঃ Assalamu Alaikum. I heard that it …

Leave a Reply

Your email address will not be published.

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস