প্রশ্ন
From: Sojibe
বিষয়ঃ হাদিস
প্রশ্নঃ
رجعنا من الجهاد الاصغر الي الجهاد الاكبر
এটি কি হাদিস?
আমাদের এক উস্তাদে মুহতারাম বলেছেন যে এটি একটি হাদিসের অংশ,
আর অন্য এক ওস্তাদ বলেছেন যে এটি হদিস নয়, বরং ইব্রাহীম ইবনে আইলার একটি উক্তি,
এখন আমার প্রশ্ন হচ্ছে বাস্তবে এটা কি?
দয়া করে উত্তর দিয়ে বাদিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
হাদীসটি সম্পর্কে মুহাদ্দিসীনদের বক্তব্য হল-
১-মোল্লা আলী ক্বারী রহঃ বলেন-বলা হয় যে, এর কোন ভিত্তি নেই, অথবা এটি জাল। {আল আসরার মারফুআহ-২১১}
২-আল্লামা জায়লায়ী রহঃ বলেন-হাদীসটি একেবারেই বিরল (গরীব)। {তাখরীজুল কাশশাফ-২/৩৯৫}
৩-আল্লামা ইবনে তাইমিয়া রহঃ বলেন-এর কোন ভিত্তি নেই। {মাজমুউল ফাতওয়া-১১/১৯৭}
সুতরাং বুঝা গেল যে, মুহাদ্দিগণের মতে এ শব্দে হাদীসটি জাল।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]
 আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
				 
			 
			
