প্রচ্ছদ / প্রশ্নোত্তর / বিয়ের সর্বনিম্ন মোহর কত?

বিয়ের সর্বনিম্ন মোহর কত?

প্রশ্ন

বিয়ের সর্বনিম্ন মোহর কত? দয়া করে জানালে উপকৃত হতাম মুফতী সাহেব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

বিয়ের সর্বনিম্ন মোহর হল দশ দিরহাম। বর্তমান হিসেব অনুপাতে দুই তোলা সাড়ে সাত মাশা রূপা বা এর সমমূল্য। বর্তমান প্রচলিত গ্রাম হিসেবে ৩০গ্রাম ৬১৮ মিলিগ্রাম রূপা বা তার সমমূল্য।

عن جابر رضى الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال: لا صداق دون عشرة دراهم، (سنن دار قطنى، كتاب النكاح-3/173، رقم-3560)

اقله عشرة دراهم لحديث البيهقى وغيره لا مهر أقل من عشرة دراهم.. ويجب الأكثر أى بالغا ما بلغ منها إن سمى الأكثر (رد المحتار، كتاب النكاح، باب المهر-4/230-233، هداية-2/324

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

স্ত্রীর অনুপস্থিতিতে তালাকের নিয়তে কেনায়ী শব্দে তালাক দিলে পতিত হবে কি?

প্রশ্ন আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ,  মুহতারাম, আমার নাম ইমরান বাড়ি খাগড়াছড়ি। আমি খুব পেরেশানিতে আছি একটা প্রশ্নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *