প্রচ্ছদ / দান-সদকা-হাদিয়া / বিয়ে বাড়িতে মেয়েকে দেয়া হাদিয়া সামগ্রীর মালিকানা কার? স্বামী এতে হক দাবী করতে পারবে?

বিয়ে বাড়িতে মেয়েকে দেয়া হাদিয়া সামগ্রীর মালিকানা কার? স্বামী এতে হক দাবী করতে পারবে?

প্রশ্ন

বিয়ে বাড়িতে মেয়েকে দেয়া হাদিয়া সামগ্রীর মালিকানা কার? স্বামী এতে হক দাবী করতে পারবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

আত্মীয়দের পক্ষ থেকে মেয়েকে দেয়া উপহার এর পুরোপুরি মালিকানা মেয়ের হবে। এতে স্বামী বা অন্য কেউ হক দাবী করতে পারবে না।

فان كل احد يعلم أن الجهاز ملك المرأة، وإنه إذا طلقها تأخذه كله، وإذا ماتت يورث عنها (رد المحتار، كتاب الطلاق، باب النفقة، مطلب فيما لو زفت إليه بلا جهاز-5/299)

وإذا بعث الزوج إلى أهل زوجته أشياء عند زفافها منها ديباج، فلما زفت إليه أراد أن يسترد من المرأة الديباج ليس له إذا بعث إليها على جهة التمليك الخ (الفتاوى الهندية-1/327، جديد-1/393

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *