প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / মেহ-প্রমেহ রোগাক্রান্ত ব্যক্তি কিভাবে নামায পড়বে?

মেহ-প্রমেহ রোগাক্রান্ত ব্যক্তি কিভাবে নামায পড়বে?

প্রশ্ন

From: Md Shahadat
Subject: Namaj
Country : France
Mobile :
Message Body:

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।

জনাব,যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, জনৈক ব্যাক্তি মেহ-প্রমেহ রোগে আক্রান্ত।
অর্থাৎ,তিনি নামাযের ওয়াক্তের মধ্যে এতটুকু সময় পান না যে সময়ের মধ্যে নামাযের ফরজ পড়তে পারেন। এমতাবস্থায় তাঁর জন্য নামাযের ইমামতি করা কি বৈধ হবে। অনুগ্রহ করে কোরআন-হাদীসের আলোকে বিষয়টির সমাধান দানে উপকৃত করবেন ।

জবাব:

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যে ব্যক্তির অনবরত রক্ত ঝরে বা প্রশ্রাব ঝরে, বা এ জাতীয় কোন রোগে আক্রান্ত যার কারণে এতটুকু সময়  পাক থাকা সম্ভব নয়, যাতে সে সময়ের ফরজ নামাযটি আদায় করা যায়। শরীয়তের পরিভাষায় উক্ত ব্যক্তি মাজুর। এরকম মাজুর ব্যক্তি কোন সুস্থ্য ব্যক্তির ইমাম হওয়া জায়েজ নয়। যদি সুস্থ্য ব্যক্তি এরকম মাজুর ব্যক্তির পিছনে নামায পড়ে তাহলে উক্ত ব্যক্তির নামায হবে না। কারণ সুস্থ্য ব্যক্তি শক্তিশালী পবিত্রতার দিক থেকে, আর মাজুর ব্যক্তি দুর্বল। আর শক্তিশালীর দুর্বলের পিছনে ইক্তিদা করা সহীহ হবে না। তবে এরকম অন্য মাজুর ব্যক্তির ইক্তিদা মাজুর ব্যক্তির পিছনে সহীহ আছে।

فى البحر الرائق ( وطاهر بمعذور ) أي فسد اقتداؤه به لأن أصحاب الأعذار كمن به سلس البول والمستحاضة يصلون مع الحدث حقيقة لكن جعل الحدث الموجود حقيقة كالمعدوم حكما في حقهم للحاجة إلى الأداء فلا يتعداهم وهذا لأن الصحيح أقوى حالا منهم فلا يجوز بناء القوي على الضعيف وهو الحرف في جنس هذه المسائل ويجوز اقتداء  المعذور بالمعذور إن اتحد عذرهما (تبيين الحقائق، كتاب الصلاة، باب الإمامة والحدث في الصلاة -1/358-359

তথ্যসূত্র

১-আল বাহরুর রায়েক-১/৬২৮

২-তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৩৪

৩-ফাতওয়ায়ে আলমগীরী-১/৮৪,

৪-ফাতওয়ায়ে তাতারখানিয়া-২/২৫৮

৫-তাবয়ীনুল হাকায়েক-১/৩৫৮-৩৫৯

৫-ফাতওয়ায়ে মাহমুদিয়া-১০/২৬১

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *