প্রশ্ন
From: মো রাশেদ
বিষয়ঃ বিয়ে সম্পর্কিত
প্রশ্নঃ
আস্সালামু আলাইকুম।জনাব আশা করি ভাল আছেন।আমার একটি প্রশ্ন হচ্ছে যে, “মায়ের আপন মামাতো বোন কে বিয়ে করা কি যায়েজ আছে? এই সম্পর্কে ইসলামে সুস্পষ্ট কোনো নির্দেশনা আছে কিনা? ধন্যবাদ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, জায়েজ আছে।যেখানে নিজের আপন মামাতো বোনকে বিয়ে করাই জায়েজ। সেখানে মায়ের মামাতো বোন যে জায়েজ হবে তাতো এমনিতেই বুঝে আসে।
وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَٰلِكُمْ [٤:٢٤]
এদেরকে ছাড়া তোমাদের জন্যে সব নারী হালাল করা হয়েছে, [সূরা নিসা- ২৪]
واحل لكم ماورآء ذلكم يعنى ماسوى المحرمات المذكورات فى الآيات السابقة (تفسير مظهرى-2/66)
تحل بنات العمات، والأعمام، والخالات، والأخوال (رد المحتار، كتاب النكاح، فصل فى المحرمات-4/99، فتح القدير-3/199
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]