প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / মাথা মাসাহের সময় নতুন পানি দিয়ে হাত ভিজানো কি জরুরী?

মাথা মাসাহের সময় নতুন পানি দিয়ে হাত ভিজানো কি জরুরী?

প্রশ্ন

From: সানাউল্লাহ
বিষয়ঃ মাথা মাসেহ করার সময় নতুন পানি দিয়ে হাত ধোয়া।

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
এক মুফতি সাহেব বলেছেন , “অজুতে মাথা মাসাহ করার সময় নতুন পানি দিয়ে হাত না ধুয়ে নিলে অজু হবে না।” মাথা মাসাহ করার সময় হাত নতুন পানি দিয়ে ধুয়ে নেয়া কি জরুরী? জানালে কৃতজ্ঞ হবো।
সানাউল্লাহ

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

উক্ত মুফতী সাহেবের কথা সঠিক। মাথা মাসাহ করার সময় নতুন পানি হাতে প্রবাহিত করে তারপর মাসাহ করতে হবে। অন্য অঙ্গ ধৌত করার পর অবশিষ্ট সিক্ততা দিয়ে মাসাহ করলে মাথা মাসাহ শুদ্ধ হবে না। সেই হিসেবে অযুও হবে না।

কারণ, তখন ব্যবহৃত পানি দিয়ে মাসাহ করা লাজিম আসে। যা সঠিক নয়।

عَنْ أَبِي حَنِيفَةَ وَأَبِي يُوسُفَ رَحِمَهُمَا اللَّهُ مُفَسَّرًا مُعَلَّلًا أَنَّهُ إذَا مَسَحَ رَأْسَهُ بِفَضْلِ غَسْلِ ذَارِعَيْهِ لَمْ يَجُزْ إلَّا بِمَاءٍ جَدِيدٍ؛ (منحة الخالق على البحر الرائق، كتاب الطهارة-1/30، حاشية الطحطاوى على مراقى الفلاح-60)

فَقَدْ نَصَّ الْكَرْخِيُّ فِي جَامِعِهِ الْكَبِيرِ عَلَى الرِّوَايَةِ عَنْ أَبِي حَنِيفَةَ وَأَبِي يُوسُفَ أَنَّهُ إذَا مَسَحَ رَأْسَهُ بِفَضْلِ غَسْلِ ذِرَاعَيْهِ لَمْ يَجُزْ إلَّا بِمَاءٍ جَدِيدٍ؛ لِأَنَّهُ قَدْ تَطْهُرُ بِهِ مَرَّةً اهـ وَأَقَرَّهُ فِي النَّهْرِ (رد المحتار، كتاب الطهارة-1/213)

إذَا مَسَحَ رَأْسَهُ أَوْ خُفَّهُ وَبَقِيَ عَلَى كَفِّهِ بَلَلٌ فَمَسَحَ بِهِ رَأْسَهُ أَوْ خُفَّهُ لَا يَجُوزُ. كَذَا فِي الْخُلَاصَةِ وَإِذَا أَخَذَ الْبَلَلَ مِنْ عُضْوٍ مِنْ أَعْضَائِهِ لَا يَجُوزُ الْمَسْحُ بِهِ مَغْسُولًا كَانَ ذَلِكَ الْعُضْوُ أَوْ مَمْسُوحًا. كَذَا فِي الذَّخِيرَةِ (الفتاوى الهندية-1/6

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *