প্রশ্ন:
From: samir
Subject: pobitrota
Country : bangladesh
Mobile :
Message Body
কারও হায়েজের নিয়ম ৫ দিন। যদি কখনও ৪ দিন পরে কোন নামাজের ওয়াক্তের শুরুতে তার হায়েজ বন্ধ হয়ে যায়,তখন পবিত্র হওয়ার গোসল করার জন্য কতক্ষন অপেক্ষা করতে হবে। ওয়াক্তের শুরুতে গোসল করে নামাজ আদায় করবে,নাকি ওয়াক্তের শেষ পর্যন্ত অপেক্ষা করবে?একই ঘটনা যদি ৬ দিন পরে ঘটে,তখন কি করনীয়? যদি নামাজ পড়ার অনুমতি হয়,সেই একই অনুমতি কি পবিত্র অবস্থার অন্যান্য কাজেও?
জবাব:
بسم الله الرحمن الرحيم
যদি হায়েজের রক্ত নিয়মমাফিক বন্ধ হলে যেমন একদম বন্ধ হয়ে যায়, তেমনি যদি প্রতি মাসের নির্দিষ্ট সময় যেমন ৫ দিনের আগে ও ৩দিনের পর যদি রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে উক্ত নামাযের মুস্তাহাব সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তারপর গোসল করে নামায পড়ে নিবে। ধরা হবে তার হায়েজ বন্ধ হয়ে গেছে।
কিন্তু যদি এমনভাবে বন্ধ হয় যে, যা দ্বারা এটা বুঝা যায় না যে, রক্ত একদম বন্ধ হয়ে গেছে তাহলে হায়েজ বন্ধ হয়নি বলেই ধর্তব্য হবে। নামায পড়া লাগবে না।
৪দিন পর বন্ধ হোক বা ৬দিন পর বন্ধ হোক, যেদিনই যে সময়ই ১০ দিনের মাঝে রক্ত বন্ধ হোক না কেন, যদি গোসল করে তাকবীরে তাহরীমা বলার সুযোগ থাকে তাহলে উক্ত ওয়াক্তের নামায সে মহিলার উপর আবশ্যক হয়ে যায়। তবে গোসল করতে নামাযের মুস্তাহাব সময় অতিক্রান্ত হওয়া পর্যন্ত হায়েজ ফিরে আসে কি না? এজন্য অপেক্ষা করা জায়েজ আছে।
যেহেতু রক্ত বন্ধ হওয়ার দ্বারা নামায পড়া জায়েজ হয়ে যায়, তাই অন্যান্য সকল আমল করাও জায়েজ হয়ে যাবে, যেমন কুরআন তিলাওয়াত করা ইত্যাদি।
فى رد المحتار- ( وإن ) انقطع لدون أقله تتوضأ وتصلي في آخر الوقت وإن ( لأقله ) فإن لدون عادتها لم يحل وتغتسل وتصلي وتصوم احتياطا (رد المحتار ، كتاب الطهارة، باب الحيض-1/489-490)
তথ্য সূত্র
ফাতওয়ায়ে শামী-১/৪৮৯-৪৯০
আল বাহরুর রায়েক-১/৩৫৩-৩৫৫
ফাতহুল কাদীর-১/১৭৩-১৭৪
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।