প্রচ্ছদ / প্রশ্নোত্তর / সৎ দাদিকে বিবাহ করা যাবে কি?

সৎ দাদিকে বিবাহ করা যাবে কি?

নাম প্রকাশে অনিচ্ছুক . গাজীপুর

প্রশ্ন:

দাদার বিবাহকৃত কোনো নারীকে (সৎ দাদী) বিয়ে করা বৈধ হবে কি?

উত্তর:

দাদার স্ত্রী মাহরামের অন্তর্ভুক্ত। তাকে বিবাহ করা জায়েয নয়।

-সূরা নিসা ২২; তাফসীরে মাযহারী (সূরা নিসা অংশ) ২/৫৪; আহকামুল জাসসাস ২/১১২; বাদায়েউস সানায়ে ২/৫৩৫; আলবাহরুর রায়েক ৩/৯৪; ফাতহুল কাদীর ৩/১২০; রদ্দুল মুহতার ৩/২৮

উত্তর লিখনে

মার্কাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকা।

0Shares

আরও জানুন

ক্ষমতা পাবার মুয়াবিয়া রাঃ কেন হযরত উসমান রাঃ এর হত্যাকারীদের বিচার করেননি?

প্রশ্ন মুয়াবিয়া রাঃ হযরত ওসমান রাঃ এর হত্যার বিচার দাবি করে পুরো ইসলামি রাষ্ট্রের বারটা …

No comments

  1. আসসালামুআলাইকুম ।

    সম্মানীত মুফতী সাহেব আপনাদের ওয়েবসাইটে যদি এইরকম কোন ব্যাবস্থা করতেন যাতে করে আপনাদের ওয়েবসাইট থেকেই প্রশ্ন করা যায় । যেমনটা jirubd.com এ আছে , ওইরকম করলে অনেক উপকৃত হতাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *