নাম প্রকাশে অনিচ্ছুক . গাজীপুর
প্রশ্ন:
দাদার বিবাহকৃত কোনো নারীকে (সৎ দাদী) বিয়ে করা বৈধ হবে কি?
উত্তর:
দাদার স্ত্রী মাহরামের অন্তর্ভুক্ত। তাকে বিবাহ করা জায়েয নয়।
-সূরা নিসা ২২; তাফসীরে মাযহারী (সূরা নিসা অংশ) ২/৫৪; আহকামুল জাসসাস ২/১১২; বাদায়েউস সানায়ে ২/৫৩৫; আলবাহরুর রায়েক ৩/৯৪; ফাতহুল কাদীর ৩/১২০; রদ্দুল মুহতার ৩/২৮
উত্তর লিখনে
মার্কাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকা।
আসসালামুআলাইকুম ।
সম্মানীত মুফতী সাহেব আপনাদের ওয়েবসাইটে যদি এইরকম কোন ব্যাবস্থা করতেন যাতে করে আপনাদের ওয়েবসাইট থেকেই প্রশ্ন করা যায় । যেমনটা jirubd.com এ আছে , ওইরকম করলে অনেক উপকৃত হতাম ।