প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / রাসূল সাঃ এর মেরাজ কি স্বপ্নযোগে হয়েছিল না স্বশরীরে জাগ্রত অবস্থায়?

রাসূল সাঃ এর মেরাজ কি স্বপ্নযোগে হয়েছিল না স্বশরীরে জাগ্রত অবস্থায়?

প্রশ্ন

আস সালামুলাইকুম,

আমাদের দেশে আহলে হাদিস ভাইদের অনেকে দাবি করে থাকেন যে মেরাজ স্বপ্ন এর মাধ্যমে হয়েছিল। কিন্তু আমার জানা মতে মেরাজ হুজুর (সাঃ) এর স্বশরীরে হয়েছিল। এই ব্যাপারে কোরাণ এবং হাদিস এর আলোকে জানালে উপকৃত হতাম।

বিনীত

খালেদ মহিউদ্দীন

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ লিখেছেন, জমহুর আহলে সুন্নত ওয়াল জামাআতের মতামত হল, মেরাজ জাগ্রত অবস্থায় স্বশরীরে হয়েছে। এর দলীল হল ইজমায়ে উম্মত। {নশরুত্তীব-৮০}
আল্লামা সুহাইলী রহঃ বলেন,

وَرَأَيْت الْمُهَلّبَ فِي شَرْحِ الْبُخَارِيّ قَدْ حَكَى هَذَا الْقَوْلَ عَنْ طَائِفَةٍ مِنْ الْعُلَمَاءِ وَأَنّهُمْ قَالُوا: كَانَ الْإِسْرَاءُ مَرّتَيْنِ مَرّةً فِي نُوُمِهِ وَمَرّةً فِي يَقَظَتِهِ بِبَدَنِهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ –

قَالَ الْمُؤَلّفُ وَهَذَا الْقَوْلُ هُوَ الّذِي يَصِحّ، وَبِهِ تَتّفِقُ مَعَانِي الْأَخْبَارِ الخ (الروض الأنف شرح سيرت ابن هشام-1/244

মুহাল্লাব বুখারীর ব্যাখ্যাগ্রন্থে আহলে ইলমের এক জামাতের বক্তব্য উদ্ধৃত করেছেন যে, মূলত মিরাজ দুইবার হয়েছে। একবার স্বপ্নে দ্বিতীয়বার জাগ্রত অবস্থায় স্বশরীরে। {আররওজুল আনফ ফী শরহিস সীরাতিন নাবাবিয়্যাহ লিইবনে হিশাম-১/২৪৪}

আমাদের মত এটাই। হিজরত দুইবার হয়েছে। হিজরত স্বপ্নযোগেও হয়েছে। আবার জাগ্রত অবস্থায় স্বশরীরেও হয়েছে। প্রথমে হয়েছে স্বপ্নে। তারপর হয়েছে জাগ্রত অবস্থায় স্বশরীরে।

হিজরত শুধু স্বপ্নে হলে মক্কার কাফেরদের আশ্চর্য হবার কোন প্রয়োজন ছিল না। কারণ স্বপ্নে মানুষ কত কিছুই দেখতে পারে। এতে আশ্চর্য হবার মত কিছু নেই।

মেরাজ সম্পর্কিত হাদীসগুলো ভাল করে অধ্যয়ন করলেই পরিস্কার হয়ে যাবে যে, দ্বিতীয়বারের মেরাজ স্বশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে স্বপ্নে নয়।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

আরও জানুন

নাপাক লুঙ্গি পরিধান করে ফরজ গোসল করলে শরীর ও লুঙ্গি পবিত্র হবে কি?

প্রশ্ন নাপাক কাপড়ে কি ফরজ গোসল করলে পাক হওয়া যায়? উত্তর بسم الله الرحمن الرحيم …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস