প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / মাগরীব এর আজান ও জামাতের মাঝে কতটুকু বিলম্ব করা যায়?

মাগরীব এর আজান ও জামাতের মাঝে কতটুকু বিলম্ব করা যায়?

প্রশ্ন:

মাগরীব এর আজান ও জামাতের মাঝে কতটুকু বিলম্ব করা যায়?

 

জবাব:

بسم الله الرحمن الرحيم

মাগরীব এর আজান ও ইকামাতের মাঝে ছোট ছোট তিন আয়াত পড়া যায় এতটুকু পরিমাণ দেরী করা মুস্তাহাব। এরচে’ বেশী করা উচিত নয়। তবে আজানের সাথে সাথে নামাযে দাঁড়ানো মাকরুহ।

দলিল:

فى رد المحتار-  ( ويجلسبينهما ) بقدرمايحضرالملازمونمراعيالوقتالندب ( إلافيالمغرب ) فيسكتقائماقدرثلاثآياتقصار،ويكرهالوصلإجماعا (رد المحتار-كتابالصلاةبابالأذان-2/56)

 

 

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-২/৫৬

২. আল বাহরুর রায়েক-১/৪৫৪

৩.আন নাহরুল ফায়েক-১/১৭৭

৪. ফাতওয়ায়ে আলমগীরী-১/৫৭

৫. বাদায়েউস সানায়ে’-১/৩৭১

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

তালাক হয়ে গেলে কি স্ত্রী মোহরানা এবং স্বামীর দেয়া উপহার নিয়ে যেতে পারবে?

প্রশ্ন  বিয়ে হয়েছে দুই বছর হলো। কিন্তু কোন সন্তান হয়নি। এমতাবস্থায় ঝগড়া করে স্বামী তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস