প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে কি?

ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে কি?

প্রশ্ন

আমরা জানি যে মাটির পবিত্রতা হচ্ছে শুকিয়ে যাওয়া। এবং এও জানি যে ব্যাবহারিত ঢিলা দ্বিতীয়বার ব্যাবহার করা জায়েজ নেই । এখন প্রশ্ন হল। মাটির যে ঢিলাটি দ্বারা , পেশাব করে একবার কুলুখ করা হয়েছে , সেটা যদি শুকিয়ে যায় । তখন সেই ঢিলা দ্বারা কুলুখ করা কী জায়েয ?

উত্তর দানে জনাবের মর্জি হয়।

প্রশ্নকর্তা- -মুহাম্মাদ শরিফুল ইসলাম,ঢাকা বাংলাদেশ।

উত্তর

بسم الله الرحمن الرحمن

পেশাবের পর ঢিলা নেয়া মাটির টুকরা শুকিয়ে যাওয়ার দ্বারা পবিত্র হয়ে যায়, তবে যদি নাপাকীর প্রতিক্রিয়া বাকি থাকে, তথা যেমন গন্ধ আসে তাহলে পবিত্র হবে না।

যদি গন্ধ না থাকে, তাহলে তা দিয়ে পুনরায় ইস্তেঞ্জা করা জায়েজ আছে। তবে তা ঘষে নেয়া উচিত। ব্যবহার না করা উত্তম।

যে ঢিলায় নাপাক লেগে আছে তা দিয়ে দ্বিতীয়বার ইস্তেঞ্জা করা নিষেধ।

فى حلبى كبيرى- بخلاف الجلد والأرض زالبئر فان الحكم بطهارتها مطلق وموافق للقياس لزوال اثر النجاسة، وكذا الارض اذا اصابها نجس وجفت، وحكم بطهارتها ثم اصابها الماء فى رواية تعود نجسة، وفى رواية لا والمختار الثانى لما قلنا، وكذا قال قاضىخان الصحيح انها لا تعود نجسة (غنية المستملى فى شرح منية المصلى المعروف الحلبى الكبيرى، فصل فى الأنجاس-136، قاضى خان مع الهندية-1/65 و الفتاوى الهندية-1/44

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

বিছানায় লেগে থাকা শুকনো বীর্যে ভিজা হাত লাগলে কি হাত নাপাক হয়ে যায়?

প্রশ্ন আসসালামু আলাইকুম, বীর্য যদি শুকিয়ে যায় (বিছানায় পড়া) সেই জায়গায় ভিজা হাত লাগে আবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস