প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ক্রুশের চিহ্ন সম্বলিত ইউনিফর্ম করার হুকুম কি?

ক্রুশের চিহ্ন সম্বলিত ইউনিফর্ম করার হুকুম কি?

প্রশ্ন

আমি নটর ডেম কলেজের একজন ছাত্র। ঢাকাস্থ নটর ডেম কলেজ “হলিক্রস সন্ন্যাস সংঘ” নামক খ্রিষ্টান মিশনারি দ্বারা পরিচালিত।এই কলেজে এই বছর থেকে ইউনিফর্ম চালু করা হয়েছে।এই ইউনিফর্মের পকেটে কলেজের মনোগ্রাম দেয়া আছে। কলেজের মনোগ্রামে হলিক্রস সংঘের প্রতীক আছে। হলিক্রস সন্ন্যাস সংঘের প্রতীক হলো একটি ক্রুশের নিচে দু’টি নোঙর আঁকা। একজন মুসলিম হিসেবে আমার কি এ ইউনিফর্ম পরিধান করা ঠিক?

-মুহাম্মাদ শরিফুল ইসলাম,ঢাকা বাংলাদেশ।

উত্তর

بسم الله الرحمن الرحمن

যদি সত্যিই নটরডেম কলেজের ইউনিফর্মের পকেটে ক্রুশ চিহ্ন অংকিত হয়ে থাকে, তাহলে কোন মুসলমানের জন্য উক্ত ইউনিফর্ম পরিধান করা জায়েজ নয়। কোন মুসলমানের জন্য বিধর্মীদের ধর্মীয় প্রতীক বা ধর্মীয় ইউনিফর্ম ব্যবহার সম্পূর্ণ হারাম। সেই হিসেবে খৃষ্টানদের ধর্মীয় প্রতীক যেহেতু ক্রুশ তাই। তাই ক্রুশ চিহ্নিত কোন পোশাক পরিধান করা মুসলমান সন্তানের জায়েজ হবে না।

আল্লাহ তাআলা আমাদের খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।

বিধর্মীদের ধর্মীয় প্রতীক ব্যাবহারের প্রতি হাদীসের মাঝে কঠোর হুশিয়ারী উচ্চারিত হয়েছে। যেমন-

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

হযরত আব্দুল্লাহ বিন ওমর রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে (আবু দাউদ শরীফ, হাদিস নং-৪০৩৩, মুসনাদুল বাজ্জার, হাদিস নং-২৯৬৬, মুসনাদে আব্দুর রাজ্জাক, হাদিস নং-২০৯০৮৬)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

2 comments

  1. জাযাকাল্লাহ খাইরান। খুব সুন্দরভাবে বুঝিয়েছেন।

  2. জাজাকাল্লাহ খাইরান। খুব সুন্দরভাবে বুঝিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *