প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / বৃষ্টির কারণে রাস্তায় জমা কাদা-মাটি ও পানির হুকুম কী?

বৃষ্টির কারণে রাস্তায় জমা কাদা-মাটি ও পানির হুকুম কী?

প্রশ্ন:

 বৃষ্টির কারণে রাস্তায় জমা কাদা-মাটি ও পানির হুকুম কী? এগুলো কাপড়ে বা গায়ে লাগলে ধোয়া ছাড়া নামায পড়া যাবে কী?

জবাব:

بسم الله الرحمن الرحيم

বৃষ্টিপাতের ফলে রাস্তায় জমা কাদা-মাটি ও পানি পাক। শরীরে বা কাপড়ে লাগলে তা ধৌত করা ছাড়া নামায পড়া জায়েজ। কেননা এ থেকে বাঁচা অসম্ভব। তবে ধুয়ে নেয়া উত্তম।

কিন্তু যদি পানিতে স্পষ্ট নাপাক দেখা যায় বা নিশ্চিত নাপাক স্থানে পানি জমে, তবে সে পানি লাগলে তা ধোয়া ছাড়া নামায হবেনা।

فى رد المحتار- ( قَوْلُهُ : وَطِينُ شَارِعٍ ) مُبْتَدَأٌ خَبَرُهُ قَوْلُهُ : عَفْوٌ وَالشَّارِعُ الطَّرِيقُ ط .وَفِي الْفَيْضِ : طِينُ الشَّوَارِعِ عَفْوٌ وَإِنْ مَلَأَ الثَّوْبَ لِلضَّرُورَةِ وَلَوْ مُخْتَلِطًا بِالْعَذِرَاتِ وَتَجُوزُ الصَّلَاةُ مَعَهُ ……….. أَقُولُ : وَالْعَفْوُ مُقَيَّدٌ بِمَا إذَا لَمْ يَظْهَرْ فِيهِ أَثَرُ النَّجَاسَةِ كَمَا نَقَلَهُ فِي الْفَتْحِ عَنْ التَّجْنِيسِ .(رد المحتار-1/530-531

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-১/৫৩০-৫৩১

২. ফাতওয়ায়ে হিন্দিয়া-১/৪৩

৩. হেদায়া-১/৭৬

৪. আহসানুল ফাতওয়া-২/৮৩,১০১

৫. ফাতওয়ায়ে মাহমুদিয়া-৫/১২৮,২৭৩

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

মিথ্যা বলে চাকুরী নিলে সেই চাকুরীর বেতন কি হালাল হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জনাব, অনেকে নতুন চাকরীতে ভাল সুযোগ সুবিধা পাওয়ার জন্য পূর্বের চাকরীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস