প্রশ্ন
হযরত শায়েখ জাকারিয়া রহঃ হযরত হানজালা রাঃ এর ঘটনা বিপরীতমুখী বর্ণনা করেছেন, এক ঘটনায় হযরত হানজালা রাঃ এর বিবি বাচ্চার কথা উল্লেখ করেছেন, আর অন্য ঘটনায় উল্লেখ করেছেন যে, তিনি নতুন বিয়ে করেছেন, ফরয গোসলও করতে পারেননি, এর আগেই জিহাদে শহীদ হয়ে গেছেন।
জবাব
بسم الله الرحمن الرحيم
এটি একটি হাস্যকর অভিযোগ। অল্প বিদ্যা ভয়ংকরীমূলক অভিযোগ। অভিযোগকারীর এতটুকু ধারণাও নেই যে, এক নামে একাধিক ব্যক্তি থাকতে পারেন। আসলে হানজালা রাঃ দুই জন ছিলেন। একজন ছিলেন হানজালা বিন রাবী রাঃ, যিনি কাতেবে অহী তথা অহী লিখক ছিলেন। আর আরেকজনের নাম ছিল হানজালা বিন মালিক রাঃ। যিনি শহীদ হয়েছিলেন ফরয গোসল করার সুযোগ না পেয়েই। যাকে ফেরেস্তারা গোসল দিয়েছিলেন।
প্রমাণের জন্য দেখুন-
মেরকাতুল মাফাতীহ-৫/৬০হাশিয়ায়ে মেশকাত-১৯৭আল ইসাবাহ লি ইবনে হাজার আসকালানী-১/৩৫৯
সুতরাং শায়েখ জাকারিয়া রহঃ এর কথায় কোন প্রকার বিপরীতমুখী বক্তব্য নেই।
আল্লাহ তাআলা আমাদের সঠিক পথের পথিক হওয়ার তৌফিক দান করুন। আমীন। ছুম্মা আমীন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল- ahlehaqmedia2014@gmail.com