প্রশ্ন
ফাযায়েলে আমাল ও ফাযায়েলে সাদাকাতে এমন কিছু হাদীস আছে, যাতে কোন রেফারেন্স নেই, আর যেসব হাদীস রেফারেন্সহীন হয়, তা মজবুত হয় না, সেসবের ব্যাপারে সন্দেহ রয়ে যায়, তা কি আসলেই হাদীস কি না? এ ব্যাপারে আপনাদের কী অভিমত?
জবাব
بسم الله الرحمن الرحيم
এর জবাব শায়খুল হাদীস জাকারিয়া রহঃ নিজেই ফাযায়েলে কুরআনের শুরুতে দিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন-
“এখানে একটি বিষয় সম্পর্কে অবগত করা জরুরী মনে করছি। সেটা হল এই যে, আমি মেশকাত, তানকীহুর রুয়াত, মেরকাত এবং এহইয়াউল উলুম এর ব্যাখ্যাগ্রন্থ এবং মানজূরী রহঃ এর তারগীব কিতাবের উপর নির্ভর করেছি। আর অনেক বর্ণনা এসব থেকে নিয়েছি, এ কারণে এসবের রেফারেন্স দেওয়ার প্রয়োজন মনে করিনি। এছাড়া অন্য যেখান থেকেই নিয়েছি, তার রেফারেন্স উল্লেখ করেছি। {ফাযায়েলে আমাল, উর্দু এডিশন-২০৮}
যাদের রেফারেন্সহীন বর্ণনার ক্ষেত্রে সন্দেহ হয়, তারা উক্ত ৫ কিতাবে তা তালাশ করে দেখতে পারেন, যদি সেসব কিতাবে এসব বর্ণনা না পাওয়া যায়, তাহলে শায়েখের উপর অভিযোগের আঙ্গুলি উত্তোলন করুন। নতুবা অযথা অভিযোগ উত্থাপন করবেন না। অযথা অভিযোগ উত্থাপন করা কোন ভদ্র মানুষের কাজ নয়।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আল্লাহ আপনাকে হেদায়াত ও জাযায়ে খায়ের দান করুন। আমীন
সুন্দর একটি উত্তর দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।