প্রচ্ছদ / প্রশ্নোত্তর / নিজের গ্রামের বাড়িতে গেলে ব্যক্তি মুসাফির হয়? সফরের দূরত্ব কতটুকু?

নিজের গ্রামের বাড়িতে গেলে ব্যক্তি মুসাফির হয়? সফরের দূরত্ব কতটুকু?

প্রশ্ন:

From: Shamim Ahmed

Subject: Namaz
Country : Bangladesh
Mobile :
Message Body:‎

আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকি। আমার বাসা থেকে আমার গ্রামের বাড়ীর দূরত্ব প্রায় ‎৫৫কি.মি.।মাঝে মাঝে বাড়ীতে যাই দু’এক দিনের জন্য মা-‎বাবার কাছে। এমতাবস্থায় আমাকে কি ‎গ্রামের বাড়ীতে মুসাফির হিসেবে কসর নামায আদায় করতে হবে। কখন কসর নামায আদায় করতে হয় ‎বিস্তারিত ‎জানিয়ে বাধীত করবেন।‎

জবাব:

بسم الله الرحمن الرحيم

আপনার গ্রামের বাড়ি আপনার নিজের বাড়িই আপনার আসল বাড়ি। ঢাকায় কেবল আপনি বাসা ভাড়া ‎নিয়ে অবস্থান করছেন। সুতরাং এটি আপনার স্থায়ী নিবাস নয়। সুতরাং আপনি গ্রামের বাড়িতে গেলে ‎মুসাফির হবেন না। বরং আপনি মুকিমই থাকবেন। তাই সেখানে গেলে আপনাকে পূর্ণাঙ্গ নামাযই পড়তে ‎হবে। ‎
ব্যক্তি নিজে স্থায়ী নিবাসে গেলে কখনো মুসাফির হয়না। স্থায়ী নিবাস বলে এমন স্থানকে-“যেখানে ব্যক্তির ‎বসবাসের জন্য স্থায়ী গৃহ থাকে, স্ত্রী সন্তান নিয়ে যেখানে সর্বদার জন্য থাকার নিবাস হয়”।
৮৮ কিলোমিটার হল সফরের দূরত্ব। এর কম নয়। সুতরাং কেউ যদি ৮৮ কিলোমিটার দূরত্বের সফরের ‎নিয়তে বের হয় কেবল সেই ব্যক্তি কসর পড়তে পার। এরচে’কম দূরত্বের সফরের জন্য কসর পড়া ‎জায়েজ নয়। ‎

দলিল

فى رد المحتار- (الوطن الاصلى يبطل بمثله) ( قوله إذا لم يبق له بالأول أهل ) أي وإن بقي له فيه عقار قال في النهر : ولو ‏نقل أهله ومتاعه وله دور في البلد لا تبقى وطنا له وقيل تبقى كذا في المحيط وغيره (رد المحتار-كتاب الصلاة، باب صلاة ‏المسافر، مطلب في الوطن الأصلي ووطن الإقامة-2/614)‏
سنن أبى داود -‏‎‎صلاة السفر باب متى يقصر المسافر (1 / 465)‏‎‎حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ ‏يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِىِّ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلاَةِ فَقَالَ أَنَسٌ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا ‏خَرَجَ مَسِيرَةَ ثَلاَثَةِ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةِ فَرَاسِخَ – شُعْبَةُ شَكَّ – يُصَلِّى رَكْعَتَيْنِ.‏

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-২/৬১৪
২. তাবয়ীনুল হাকায়েক-১/৫১৭
৩. আল বাহরুর রায়েক-২/২৩৬
৪. খাইরুল ফাতওয়া-২/৬৮২-৬৮৩
৫. আহসানুল ফাতওয়া-৪/৭৫-৭৬
৬. সুনানে আবু দাউদ-১/৬১৪

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

জুলুমকারীর উপর লা’নত বর্ষণ করা যাবে কি?

প্রশ্ন লানত শব্দের বাংলা অর্থ জানতে চাই। লানত বলতে কি বুঝায় জানতে চাই। কেউ যদি …