প্রচ্ছদ / ঈমান ও আমল / জিকির কি সর্বাবস্থায় করা যায়?

জিকির কি সর্বাবস্থায় করা যায়?

প্রশ্ন:

From: নাজিয়া
Subject: তসবি পাঠ করার সময়
Country : Singapore
Message Body:
আসসালামু আলাইকুম,

আমি হাঁটা-হাঁটি করার সময় প্রায়ই মনে মনে আল্লাহ’র বিভিন্ন নাম এবং ‘লা ইলাহা ইল্লাললাহ’ পড়ি। আমি জানতে চাই এভাবে পড়াটা আল্লাহ তাআলা’র প্রতি বেয়াদবী হয়ে যাচ্ছে না তো? নামাযের সময় ছাড়া আর কোন কোন সময়ে আমরা তসবী পড়তে পারি এবং তসবি পড়ার সময় অযু থাকা জরূরি কিনা তাও জানাবেন দয়া করে।

অনেক ধন্যবাদ

জবাব:

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না। কোন সমস্যা নেই। বরং এটি খুবই প্রশংসনীয় কাজ।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا (سورة الأحزاب-41

অর্থাৎ হে মুমিনরা! তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির কর। {সূরা আহযাব-৪১}

এই আয়াতে বলা অধিক পরিমাণে জিকির বলতে কি উদ্দেশ্য তা অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলে দিয়েছেন-

{ فَإِذَا قَضَيْتُمُ الصَّلاَةَ فَاذْكُرُواْ اللَّهَ قِيَاماً وَقُعُوداً وَعَلَى جُنُوبِكُمْ } [النساء:103

অর্থাৎ যখন তোমরা নামায তোমরা নামায আদায় করবে, তখন আল্লাহর জিকির কর দাঁড়িয়ে বসে এবং কাত হয়ে। {সূরা নিসা-১০৩}।

অন্য আয়াত ইরশাদ করেন

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لِّأُوْلِي الألْبَابِ (190) الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىَ جُنُوبِهِمْ[آل عمران:190-191

অর্থাৎ নিশ্চয় আসমান জমিন সৃজনে আর রাত-দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে বসে এবং শুয়ে। {সুরা আলে ইমরান-১৯০-১৯১}

উল্লেখিত আয়াতে কারীমা দ্বারা একথা সুষ্পষ্ট প্রতিয়মান হয় যে, জিকির দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় করা জায়েজ। এমনকি নাপাক অবস্থায়ও। সুতরাং নাপাক থাকা অব্স্থায় আল্লাহর জিকির করতে কোন সমস্যা নেই। তবে উত্তম হল পবিত্র অবস্থায় করা।

তবে নাপাক স্থান যেমন টয়লেট ইত্যাদীতে জিকির করা জায়েজ নয়। বাকি সকল স্থানে জিকির সর্বাবস্থায় করা জায়েজ।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

আরও জানুন

নাপাক লুঙ্গি পরিধান করে ফরজ গোসল করলে শরীর ও লুঙ্গি পবিত্র হবে কি?

প্রশ্ন নাপাক কাপড়ে কি ফরজ গোসল করলে পাক হওয়া যায়? উত্তর بسم الله الرحمن الرحيم …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস