প্রশ্ন
Nam: Md:Abdul Malek
desh:bangladesh
bari:dinajpur
Proshno:
assalamu alaikum.
Hujur- mufti josimuddin rahmani somporke apnader motamot ki?
Asha kori bistarito janiye badhito korben.
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জসিম উদ্দীর রহমানী সম্পর্কে আমাদের মতামত হল, তিনি তার প্রথম জীবনে আহলে সুন্নত ওয়াল জামাতের একনিষ্ট অনুসারী ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আহলে সুন্নত ওয়াল জামাতের অনেক আকিদা বিশ্বাসে বিরোধিতা শুরু করেন, এবং হক্কানী উলামায়ে কেরাম সম্পর্কে বিরূপ মন্তব্য ভ্রান্ত ফিরকা কথিত আহলে হাদীসের মতাদর্শ প্রচারণায় নিজেকে আত্মনিয়োগ করেন। যে কারণে তিনি যে মাদরাসা থেকে পড়াশোনা শেষ করেছেন সেই জামিয়া রহমানিয়া মুহাম্মদপুরের কর্তৃপক্ষ কর্তৃক তার পড়াশোনার সনদকে অগ্রহণীয় বলে ঘোষণা দেয়া হয়। এবং তার নামের শেষে রহমানীয়া মাদরাসার প্রতি নিসবত করা রহমানী নাম বর্জন করার জন্যও নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি তার উস্তাদদের কথা অমান্য করে নামের শেষে ধোকা দেবার জন্য রহমানী নাম ব্যবহার করতে থাকেন। আর মানুষকে, দ্বীন ধর্ম ও ইসলাম, মাযহাব ইত্যাদি সম্পর্কে মনগড়া ব্যাখ্যা প্রদান করে বিভ্রান্ত করতে থাকেন।
আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুন। এটাই আমাদের প্রতশ্যা।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।