প্রশ্ন
কিছু ব্যক্তিরা বলে থাকে যে, জমিনের মাঝে চারজন কুতুব আছে। যারা জমিনের চারটি অংশে বসবাস করেন। এভাবেই চলে আসছে। এ কুতুবগণ জমিনের হিফাযত করে থাকেন। এসব কথা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
কুতুব আবদাল ইত্যাদি এসব তাসাওউফ শাস্ত্রবিদদের পরিভাষা। যার আসল হাকীকত আল্লাহ তাআলাই ভাল জানেন। কুরআন ও হাদীসের মাঝে এর কোন ব্যাখ্যা বিশ্লেষণ বিদ্যমান নেই। এসবই সুফিয়ায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীনের কাশফ ও ইলহামলব্ধ বিষয়।
এসব বিষয় জানার উপর দ্বীনের কোন মাসআলা জানা বা আমল করা নির্ভরশীল নয়। তাই এসব বিষয় সম্পর্কে চুপ থাকাকেই আমরা নিরাপদ মনে করি।
কুতুব, আবদাল ইত্যাদি পদবীর তাহকীক বিস্তারিত জানতে হলে পড়ুন আল্লামা জালালুদ্দীন সুয়ুতী রহঃ এর গ্রন্থ “আলখায়রুদ দাল আলা ওজুদিল কুতুবি ওয়ালআওতাদ”। এবং ইমাম রাব্বানী রহঃ এর “মাআরেফে লাদুনিয়া” ও হাকীমুল উম্মত আশরাফ থানবী রহঃ সংকলিত “তালীমুদ্দীন” গ্রন্থ।
কাশফ ও ইলহাম সম্পর্কে জানতে হলে পড়ুন
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল- ahlehaqmedia2014@gmail.com