প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / কোম্পানী নির্ধারিত হেলথ ইনস্যুরেন্স গ্রহণ করা যাবে কি?

কোম্পানী নির্ধারিত হেলথ ইনস্যুরেন্স গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন

আসসালামুআআলাইকুম,
ইন্সুরেন্স বিসয়ক সংযুক্ত বিবরন এর ফাতোয়া জানিয়ে বাধিত করবেন।

আমি স্যামসাং নামক বিদেশী কোম্পানীতে চাকুরীরত। অফিস থেকে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে “হেলথ ইনস্যুরেন্স” দিচ্ছে।

# চুক্তি হবে অফিস এবং ইনস্যুরেন্স কোম্পানীর সাথে।

# অফিস আমার কাছ থেকে ইনস্যুরেন্স বাবদ মাসিক কোন টাকা নেবে না।

# আমি ইচ্ছা করলে গ্রহণ করতেও পারি আবার নাও পারি।

# ইনস্যুরেন্সের সমস্ত খরচাদি [মাসিক প্রিমিয়াম] অফিস বহন করবে।

# প্রিমিয়াম এর লাভ-লোকসান অফিস বহন করবে।

# যদি কেউ অসুস্থতার দরুন হাসপাতালে ভর্তি হয় এবং হাসপাতালের খরচাদির রশিদ অফিসে জমা দেয়, তখনই সে অফিস থেকে ইনস্যুরেন্স কোম্পানীর সাথে কৃত চুক্তি মোতাবেক টাকা পাবে।

# কোম্পানীর তরফ থেকে এটা একটা সুবিধা।

উক্ত শর্তসমূহ সাপেক্ষে কোম্পানী/অফিসের এই “হেলথ ইনস্যুরেন্স” গ্রহণ করা জায়েজ হবে কি না?

প্রশ্নকর্তা

সাইফুল ইসলাম, বাংলাদেশ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি শর্তসমূহ তা’ই হয়, যা উপরে বর্ণিত হয়েছে। তাহলে উক্ত ইনস্যুরেন্স সুবিধা আপনার গ্রহণ করা জায়েজ আছে। কোন সমস্যা নেই। কারণ এটি আপনার জন্য কোম্পানী কর্তৃক একটি সুবিধা হিসেবে গণ্য হবে। এতে আপনার কোন চুক্তিবদ্ধতা বা দায়বদ্ধতা নেই।

তাই এটিকে কোম্পানীর পক্ষ থেকে প্রদত্ব অফিস কর্মকর্তাদের জন্য হাদিয়া হিসেবে গণ্য হবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (تَهادُوا تَحابُوا)

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তোমরা পরস্পর হাদিয়া দাও ও পরস্পর ভালবাসার সম্পর্ক রাখো। {মুসনাদে আহমাদ, হাদীস নং-৫৯৪}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

আরও জানুন

কল্পনায় স্ত্রীকে তালাক দিলে কি তালাক হয়?

প্রশ্ন নাম: তাহমিদ ইসলাম  ঠিকানা : দিনাজপুর। আসসালামু আলাইকুম হুজুর আমি কয়েক মাস ধরে কি …

No comments

  1. Md. Shaiful Islam

    Jajakallah khair for the details.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস