প্রচ্ছদ / আহলে হাদীস / রাসূল সাঃ এর নূর ও প্রথম সৃষ্টি বিষয়ক হাদীসের তাহকীক

রাসূল সাঃ এর নূর ও প্রথম সৃষ্টি বিষয়ক হাদীসের তাহকীক

প্রশ্ন

আস সালামুলাইকুম মুফতী সাহেব,

আমি একজন আলমের একটি বক্তৃতাতে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের একটি হাদিস শুনেছি। এটি একটি দীর্ঘ হাদিস যার সংক্ষিপ্ত কিছু অংশ তুলে ধরছি,সাহাবী জাবির বিন আব্দুল্লাহ হতে বর্ণিত যে রাসূল (সাঃ) কে প্রশ্ন করা হল ইয়া রাসূ্ল্লাহ (সাঃ), আল্লাহ প্রথমে কি সৃষ্টি করেছেন,তখন রাসূল্লাহ (সাঃ) জবাব দিলেন আল্লাহ তায়ালা প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন, তারপর আমার নূর আল্লাহ তায়ালার সামনে বার হাজার বছর কিয়াম করে। এরপরে আমার নূর থেকে আরশ,কুরসী,লোইহ ও কলম সৃষ্টি করেছেন। এরপরে হাদিসের দীর্ঘ বর্ণনা রয়েছে। এই হাদীসটির সনদ এর মান জানালে উপকৃত হতাম।

আরজগুজার

খালেদ চিশতী।

ঢাকা, বাংলাদেশ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

উক্ত শব্দের হাদীসটি নিঃসন্দেহে জাল ও বানোয়াট।

দ্রষ্টব্য

মুরশিদুল হায়ের লিবয়ানে ওয়াযয়ে হাদীসে  জাবের।

তাম্বীহুল হুযযাক আলা বুতলানে মা-শাআ বাইনাল আনামে ফী হাদীসিন্নুরিল মানসূবী লি-মুসান্নাফে আব্দুর রাজ্জাক।

আল-মুগীর আলাল আহাদীসিল মাওযুআতে ফিল জামিয়িস সগীর-৪

আততালীকাতুল হাফেলা আলাল আজবিবাতিল ফাযেলা-১২৯।

আল বূসীরী মাদেহুর রাসূলিল আযম-৭৫

মাযমূ’ ফাতাওয়া ইবনে তাইমিয়া-১৮৩৬৬-৩৬৭।

আল আসারুল মারফূআ-৪৩।

তাহকীকাতুন ওয়া আনযারুল ফিল কুরআনি ওয়াসসুন্নাহ-১৫১-১৫৬।

কাশফুল খাফা-১/২০৫।

১০

আল-মাওযুআতুল কুবরা-৪০।

১১

তাযকিরাতুল মাওযুআত-৮৬।

১২

আল ফাওয়ায়েদুল মাজমূআ-২/৪১২।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *