প্রশ্ন
Redwan Hussain Rahat.
Barisal Polytechnic Institute,Barisal,Bangladesh.
প্রশ্নঃ কোন ধর্মঅপরাধীকে বা যেকোন ধরনের অপরাধীকে নাস্তিকের বাচ্চা, জারজ সন্তান, কুত্তার বাচ্চা ইত্যাদি ইত্যাদি অমুকের বাচ্চা অমুকের বাচ্চা বলে গালি দেওয়ার বিধান কি? অনেক অনেক আলেমের মুখেও আজ এমন শুনা যায়!
আমি জানতাম, একটা হাদিস এমন আছে যে- “দুইটি কুফুরী কাজ যা মুসলমানই করে থাকে;
১.কারো মৃত্যুতে বিলাপ করে ক্রন্দন করা।
২.কাউকে বংশ তুলে গালি দেওয়া।
(কম/বেশি আল্লাহ মাফ করুক)
সঠিক ফায়সালা জানিয়ে বাধিত করলে অনেক উপকৃত হতাম॥
উত্তর
بسم الله الرحمن الرحيم
কারো কৃত অপরাধের কারণে তার পিতামাতা নিয়ে গালি দেয়া জায়েজ নয়। নিষিদ্ধ। চাই সে মুসলিম হোক বা অমুসলিম হোক।
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ» قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَهَلْ يَشْتِمُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: «نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ»
হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, স্বীয় পিতামাতাকে গালি দেয়া কবিরা গুনাহের অন্তর্ভূক্ত। সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তি কি তার পিতামাতাকে গালি দিতে পারে? রাসূল সাঃ বললেন, হ্যাঁ, এভাবে দিতে পারে যে, ব্যক্তি অন্য ব্যক্তির পিতাকে গালি দিবে, আর উক্ত ব্যক্তি প্রথম ব্যক্তির পিতাকে গালি দিল। ব্যক্তি অন্য ব্যক্তির মাকে গালি দিল, তখন উক্ত ব্যক্তি প্রথম ব্যক্তির মাকে গালি দিল।{সহীহ মুসলিম, হাদীস নং-১৪৬, শরহু মাশকিলুল আসার, হাদীস নং-৮৯৯}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।