প্রশ্ন
আমি রাস্তায় অনেক লোক কে সালাম দেই কিন্তু তারা সালাম নেয় না। আমি
জানতে চাই সালাম দেয়ার যে নেকি বা সওয়াব তা কি অামি পাবো?
প্রশ্নকর্তা-পিয়াস
উত্তর
بسم الله الرحمن الرحيم
অবশ্যই পাবেন। সালাম দেয়ার দ্বারা একটি আমল। আর গ্রহণ করা আরেকটি আমল। অন্য ব্যক্তি কোন আমল না করার কারণে সওয়াব না পেলে আপনি আপনার কৃত আমলের করণে সওয়াব পাবেন না?
সুতরাং কেউ সালাম গ্রহণ করুন বা না করুন, আপনি আপনার সালামের সওয়াব ঠিকই পাবেন ইনশাআল্লাহ।
عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ بَدَأَ بِالسَّلَامِ فَهُوَ أَوْلَى بِاللهِ وَرَسُولِهِ
হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত। রাসুল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি আগে সালাম দিবে সে আল্লাহ ও রাসূল সাঃ এর কাছে উত্তম ব্যক্তি। {মুসনাদে আহমাদ, হাদীস নং-২২১৯২}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।