প্রচ্ছদ / নাম ও বংশ/নবজাতক / আজমী ও সিদ্দীকী নামের অর্থ ও এ নাম রাখার রহস্য কী?

আজমী ও সিদ্দীকী নামের অর্থ ও এ নাম রাখার রহস্য কী?

প্রশ্ন

মোঃ আজমী সিদ্দিকী নামের অর্থ ও ব্যাখ্যা কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

আজম অর্থ হল মহান, বড় ইত্যাদি।

সিদ্দীক অর্থ সত্যবাদী।

সেই হিসেবে পুরো নামের অর্থ দাঁড়ায় মহান সত্যবাদী।

আর নামের শেষে দীর্ঘ “ঈ” ব্যবহার করা হয় সম্পর্ক বুঝানোর জন্য। যেমন যারা হযরত আবু বকর সিদ্দীক রাঃ এর বংশধর তারা নামের শেষে সিদ্দীকী লিখে থাকেন। উমর ফারূক রাঃ এর বংশধরেরা লিখেন ফারূকী।

তবে অনেকে এমনিতেই লিখে থাকেন।  আবার অনেকে নামই এমনটি রেখে থাকেন। এতে কোন সমস্যা নেই।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

উকীলকে দিয়ে তালাকের নোটিশ পাঠালে কি তালাক পতিত হয়?

প্রশ্ন নামঃ উহ্য রাখা হলো গ্রামঃ মানিকপুর পিতাঃ উহ্য রাখা হলো আমি ……. আমার স্ত্রী …