প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / হাটুর উপর কাপড় থাকলে কি অজু শুদ্ধ হয় না?

হাটুর উপর কাপড় থাকলে কি অজু শুদ্ধ হয় না?

প্রশ্ন

জনাব,
মনে করুন আমি ফরজ গোছলেরর জন্য গোছল খানায়, গোছলের আগে ওজু করব, কিন্তু আমার প্যন্ট হাটুর উপরে, এমত অবস্থায় ওজু এবং গোছল ছহি হবে কি?… নাকি পুর ছতর ডেকে ওজু করে গোছল করতে হবে।।।

উত্তর

بسم الله الرحمن الرحيم

ওজুর সাথে সতর ঢাকার কোন সম্পর্ক নেই। সতর খোলা থাকা অবস্থায়ও অজু করলে শুদ্ধ হয় যাবে। এতে অজুর কোন ব্যাঘাত হবে না।

অজুর জন্য মুখ, হাত ও পায়ে গোড়ালীসহ ধৌত করা ও মাথা মাসাহ করা আবশ্যক। এ চারটি কর্ম দ্বারাই অজু পূর্ণতা লাভ করে। এর জন্য সতর ঢাকার কোন শর্ত নেই।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ۚ وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا ۚ [٥:٦]

হে মুমিনগণ, যখন তোমরা নামাযের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং তোমাদের মাথা মাসাহ কর, এবং পদযুগল গিটসহ ধৌত কর। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও {সূরা মায়িদা-৬}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

সালাতুত তাসবীহ চার রাকাতের নিয়ত করে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ । হযরত একটি মাসআলার সমাধান দিয়ে উপকৃত করিবেন। আমি 4 রাকাত …