প্রচ্ছদ / নির্বাচিত / ৮ ই আগস্ট খোলা ও সীমিত কোটায় ভর্তি চলবে এবং ১৫ই আগস্ট থেকে দরস শুরু ইনশাআল্লাহ!

৮ ই আগস্ট খোলা ও সীমিত কোটায় ভর্তি চলবে এবং ১৫ই আগস্ট থেকে দরস শুরু ইনশাআল্লাহ!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকার সকল বিভাগের শিক্ষক, স্টাফ,  শিক্ষার্থী ও ভর্তিচ্ছুকদের জানানো যাচ্ছে যে, আগামী ৮ই আগস্ট ২০২০ ঈসাব্দ রোজ শনিবার প্রতিষ্ঠান খোলা হবে।

কোটা পুরণ সাপেক্ষে স্বল্প সংখ্যক ছাত্র ‘ইফতা, নৈশ ও মাদানী নিসাব’ বিভাগে ভর্তি নেয়া হবে।

১২ ই আগস্ট ২০২০ ঈসাব্দ রোজ বুধবার সকাল থেকে দরসী কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে ইনশাআল্লাহ।

তাই ভর্তিচ্ছুক ছাত্রদের মাদরাসায় এসে ভর্তি কাজ সমাধা করতে বলা হচ্ছে।

ভর্তি হওয়া ছাত্ররা ১১ ই আগস্ট ২০২০ ঈসাব্দ সন্ধ্যার মাঝে মাদরাসায় চলে আসার নির্দেশ দেয়া হচ্ছে।

আলমু’লিন

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে

মুফতী আজীজুর রহমান হাসান ফরায়েজী– ০১৯৫৫৩২৭১০৪
মুফতী আহসানুল ইসলাম -০১৯৯১৯৯৯৪৭৯
পরিচালকঃ 01723785925, 01966638356

0Shares

আরও জানুন

হাদীস সংরক্ষণে নবীজী সাঃ কোন উদ্যোগ গ্রহণ করেননি? হাদীস লিখতে কেন নিষেধ করা হয়েছিল?

লুৎফুর রহমান ফরায়েজী বর্তমান যুগে কতিপয় জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মাঝে মুনকিরীনে হাদীস তথা হাদীস অস্বিকারকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *