প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / সামান্য ত্রুটির কারণে বিক্রি না হওয়া ফেইস মাস্ক যাকাত হিসেবে প্রদান করা যাবে?

সামান্য ত্রুটির কারণে বিক্রি না হওয়া ফেইস মাস্ক যাকাত হিসেবে প্রদান করা যাবে?

প্রশ্ন

হযরত মুফতী সাহেব সমীপে আমার প্রশ্ন হল, আমি করোনা মহামারীর কারণে মাস্ক বানিয়ে বিক্রির ব্যবসা শুরু করি।

অনেকগুলো মাস্ক তৈরী করি। এর মাঝে বেশ কিছু মাস্ক সামান্য কিছু ত্রুটির কারণে বিক্রি হয়নি।

আমার উপর প্রতি বছর যাকাত আবশ্যক হয়। এখন আমি যদি উক্ত মাস্কগুলোর একটি মূল্য ধরে যাকাত হিসেবে আদায় করি। তাহলে কি আমার উক্ত মূল্য পরিমাণ যাকাত আদায় হবে?

দয়া করে দ্রুত জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি উক্ত মাস্কগুলো যেভাবেই হোক বিক্রি করে মুল্য যাকাত হিসেবে আদায় করে, তাহলেই কেবল যাকাত আদায় হবে। নতুবা ত্রুটিপূর্ণ এসব মাস্ক যাকাত হিসেবে আাদায় করলে যাকাত আদায় হবে না। কারণ, ত্রুটিপূর্ণ বস্তু যাকাত হিসেবে প্রদান করলে যাকাত আদায় হয় না।

হযরত সালেম রহঃ তার পিতার সূত্রে বর্ণনা করেন যে,রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ-

وَلاَ يُؤْخَذُ فِي الصَّدَقَةِ هَرِمَةٌ وَلاَ ذَاتُ عَيْبٍ.

যাকাতে বৃদ্ধ এবং ক্রটিযুক্ত পশু গ্রহণ করা হবে না। [সুনানে তিরমিজী-১/১৩৬, হাদীস নং-৬২১,সুনানে আবূ দাউদ, হাদীস নং-১৫৬৮, মুসনাদে আহমাদ, হাদীস নং-৪৬৩৪ , মুস্তাদরাক আলাস সহীহাইন, হাদীস নং-১৪৪৩]

ان الساعى ليس له أن يأخذ خيار الأموال بل يأخذ الوسط بين الخيار والردى (عمدة القارى شرح صحيح البخارى-8\238)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *