প্রশ্নঃ
Assalamualikum
We see many people who keep their single or both hands on their back and/or chest when walking or standing, now my question is is there any restriction about it or not?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এভাবে হাঁটতে বা দাঁড়াতে কোন সমস্যা নেই।
তবে হাঁটার সময় দৃঢ় পদভরে একটি নিচু হয়ে হাটা উত্তম।
عن عليى بن ابى طالب رضى الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم اذا مشى تكفا كأنما ينحط من صبب (شمائل ترمذى-8)
হযরত আলী বিন আবী তালিব রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, তখন নিচের দিকে নামার মত ঝুকে চলতেন। [শামায়েলে তিরমিজী-৮]
عن ابراهيم بن محمد رح قال: كان على رضى الله عنه اذا وصف النبى صلى الله عليه وسلم قال: اذا مشى تقلع كانما ينحط فى صبب (شمائل ترمذى-8)
হযরত ইবরাহীম বিন মুহাম্মদ রহঃ থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আলী রাঃ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাগুণ বর্ণনা করতেন, তখন বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে নামার মত দৃঢ় পদভরে চলতেন। (মহিলাদের মত পা টেনে টেনে চলতেন না) [শামায়েলে তিরমিজী-৮]
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولًا [١٧:٣٧]
পৃথিবীতে দম্ভভরে পদচারণা করো না। নিশ্চয় তুমি তো ভূ পৃষ্ঠকে কখনই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না। [সূরা ইসরা-৩৭]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]