প্রশ্ন
প্রথম প্রশ্ন একজন আহলে হাদিস আলেম মুসান্নাফে আবি সাইবার 22026 নং বুকের উপর হাত বাধার হাদিসটিকে বিভিন্ন যুক্তি দিয়ে সহি প্রমান করল,এই হাদিস সম্পর্কে বিস্তারিত জানতে চায় ।
উত্তর
بسم الله الرحمن الرحيم
মুসান্নাফ ইবনে আবী শাইবার যে হাদীস নাম্বারটি দিয়েছেন, এ নাম্বারের হাদীসে নামাযের হাত বাঁধা সম্পর্কিত কোন বর্ণনাই আসেনি।
বরং আহলে হাদীস বন্ধুরা মুসান্নাফ ইবনে আবী শাইবার ২৪২২ নং হাদীসটি দিয়ে বুকের উপর হাত বাঁধা প্রমাণের ব্যার্থ চেষ্টা করে থাকেন। যে হাদীসটিতেও হাত বাঁধার কথা নেই।
বরং হাদীসে এসেছে, হযরত আবূ হুরায়রা রাঃ নামাযে মানুষ কত পদ্ধতিতে হাত উত্তোলন করে তার বিবরণ দিচ্ছিলেন। যা সুফিয়ান বিন উয়াইনা রহঃ আবূ হুরায়রা রাঃ এর বরাতে বর্ণনা করেছেন।
হাদীসটির আরবী পাঠঃ
أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «مِنْكُمْ مَنْ يَقُولُ هَكَذَا» وَرَفَعَ سُفْيَانُ يَدَيْهِ حَتَّى تُجَاوِزَ بِهِمَا رَأْسَهُ، «وَمِنْكُمْ مَنْ يَقُولُ هَكَذَا» وَوَضَعَ يَدَيْهِ عِنْدَ بَطْنِهِ، «وَمِنْكُمْ مَنْ يَقُولُ هَكَذَا» يَعْنِي حَذْوَ مَنْكِبَيْهِ
হযরত আবূ হুরায়রা রাঃ বলেন, তোমাদের কেউ এমন করে, সুফিয়ান (ইবনে উয়ায়না) হাত তুলে মাথার উপর নিয়ে গিয়ে দেখালেন। আর কেউ এমন করে, সুফিয়ান পেট পর্যন্ত হাত তুললেন, আর কেউ এমন করে অর্থাৎ কাঁধ পর্যন্ত হাত তোলে। [মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং- ২৪২২]
এখানে وضع يديه عند بطنه পেট বরাবর হাত তোলার কথা বলা হয়েছে। হাত বাঁধার কথা বলা হয়নি।
সুতরাং এ হাদীসটি দিয়ে বুকের উপর হাত বাঁধার দলীল পেশ করা অজ্ঞতা ছাড়া কিছু নয়।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।