প্রশ্ন
From: amir hamza
বিষয়ঃ মোবাইল সিম কার্ড
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম
আমি বর্তমানে সৌদি আরবে থাকি। এখানে সিম কার্ড এর ব্যবসা করে বিভিন্ন দেশের লোকেরা । তারা অন্নের আকামার নাম্বার দিয়ে সিম কার্ড active করে । সেই ব্যক্তি জানেনা তার আকামা নাম্বার দিয়ে সিম একটিভ করেছে যে।
এদেশের সরকারের আইন করেছে সিম কার্ড আইডি অথবা আকামা নাম্বার দিয়ে একটিভ করতে হবে। আবার কোম্পানি সুযোগ করে দিতেছে অন্নের আইডি অথবা আকামা নাম্বার দিয়ে সিম চালু করার জন্য ।আবার এদেশের পুলিশ দোকানে অভিযান চালাই কোন ব্যক্তির আকামার নাম্বার দিয়ে সিম কার্ড একটিভ করা আছে কি না।
যদি চালু সিম পায় তাকে ধরে নিয়ে যায়। আবার যদি কোন ব্যক্তি জানতে পারে বা বোঝতে পারে যে তার আকামা নাম্বার দিয়ে অনেক সিম কার্ড চালু আছে সে যদি কোম্পানির কাছে লিখিত অভিযোগ করে তাহলে কোম্পানি ঐ ব্যক্তি ইউজার নামে জরিমানা করে । (ইউজার হচ্ছে একটি সিম যা কোম্পনির নির্দিষ্ট করা সিম। এই সিমটি অন্য সিম দিয়ে চালু বা একটিভ করতে হয় )। তা শরীয়তে জায়েয আছে কি না জানতে চাই। আশা করি তারা তারি উত্তর দিবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের সরাসরি বিরোধী নয় রাষ্ট্রীয় এমন আইনগুলো তার অধিবাসীদের জন্য মানতে হবে। এর ব্যত্যয় ঘটানো জায়েজ নয়।
তাই রাষ্ট্রীয় উক্ত আাইনটি মেনে অন্যের নামে সিম রেজিষ্ট্রার করা থেকে বিরত থাকতে হবে। এর দ্বারা আইন শৃংঙ্খলারও অবনতি ঘটার সম্ভাবনা থাকে। সেই সাথে নিরপরাধ কেউ ফেঁসে যাবার সমূহ আশংকা তৈরী হয়।
কারণ, সিমধারী ব্যক্তি ফোনের মাধ্যমে কোন অপরাধ করলে সিম রেজিষ্ট্রেশন যার নামে হয়েছে, অযথাই তিনি হয়রানীর শিকার হতে পারেন। তাই এহেন কর্ম থেকে বিরত থাকা আবশ্যক।
كل من يسكن دولة فانه يلتزم قولا أو عملا بأنه يتبع قوانينها وحينئذ يجب عليه اتباع أحكامها الخ (بحوث فى قضايا فقهية معاصرة-166
لان طاعة الإمام فيما ليس بمعصية فرض، (الدر المختار مع الشامى-6/416)
وفى الشامية: طاعة الإمام فيما ليس بمعصة واجبة، (رد المحتار-3/53)
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ [٢:١٩٥
আর ব্যয় কর আল্লাহর পথে,তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। [সূরা বাকারা-১৯৫]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।