প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / প্রথম রাকাতে সূরা নাস ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে নামায পড়ার হুকুম কী?

প্রথম রাকাতে সূরা নাস ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে নামায পড়ার হুকুম কী?

প্রশ্ন

মুহতারাম আমি ফজরের ফরজ নামাজের প্রথম রাকাতে সুরা ফাতেহার পর সুরা নাস তিলাওয়াত করেছি । দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস তিলাওয়াত করে নামাজ শেষ করেছি । এক দ্বীনী ভাই বললেন , এভাবে নামাজে তিলাওয়াত করলে নামাজ সঠিক হবে না ।

নিবেদক
মুহা: আল আমিন
দোহার , ঢাকা।

উত্তর
بسم الله الرحمن الرحيم

প্রশ্নোক্ত ব্যক্তির কথা সঠিক নয় । তবে ইচ্ছাকৃতভাবে নামাজে এভাবে তিলাওয়াত করা মাকরূহ , ভুলে করলে মাকরূহ হবে না । তাই ভবিষ্যতে এ ব্যপারে সতর্ক থাকা চাই।

جاء في التاتار خانية : 2/ 68 ط. زكريا :  و إذا قرأ في ركعة سورة وفي الأخرى سورة فوق تلك السورة ، أو قرأ في ركعة سورة ثم قرأ في تلك الركع سورة أخرى فوق تلك السورة ، يكره ،

وفي الفتاوى الزازية 1/ 29 الفصل الحادي عشر في القراءة (ط. زكريا ) الإنتقال من آية سورة إلى آية سورة أخرى أو إلى آية من هذه السورة بينهما أيات يكره وكذا لوجمع بين سورتين أو سور بينهما سورة فوقها أو فعل ذلك في ركعة فلكه مكروه ، انتهى

والله اعلم بالصواب
উত্তর লিখনে :
মুহা.আবুল হাসান
ছাত্র : ইফতা বিভাগ
মা’হাদুত তা’লীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …