প্রশ্ন
শরীয়তে তালাক দেবার অধিকার স্বামীর না স্ত্রীর? তালাক হবার পর মহিলার কী এ অধিকার আছে যে, সে তার স্বামীকে স্বামী বলে বা লিখে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
শরীয়তে যেমন বিয়ের অনুমোদন দেবার অধিকার কেবল স্ত্রীকে দেয়া হয়েছে। তার অনুমতি ছাড়া বিয়ে শুদ্ধ হয় না। তেমনি তালাক দেবার হক শুধু স্বামীকে প্রদান করেছে। তবে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করলে স্ত্রীও নিজের উপর তালাক পতিত করার অধিকার পায়।
স্বামী স্ত্রীকে তিন তালাক দিয়ে দিলে স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যায়। স্বামী ও স্ত্রীর মাঝে কোন সম্পর্ক বাকি থাকে না।
তিন তালাকের পরও স্বামীকে স্বামী বলা বা মনে করা জায়েজ নয়।
عن ابن عباس قال اتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله ان سيدي زوجني امته وهو يريد ان يفرق بيني وبينها قال فصعد رسول الله صلى الله عليه وسلم المنبر فقال يا ايها الناس ما بال احدكم يزوج عبده امته ثم يريد ان يفرق بينهما انما الطلاق لمن اخذ بالساق
ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললো, হে আল্লাহর রসূল! আমার মনিব তার বাঁদীকে আমার সাথে বিবাহ দিয়েছে। এখন সে আমার ও আমার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়। রাবী বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন, অতঃপর বলেনঃ হে লোকসকল! তোমাদের কারো এরূপ আচরণ কেন যে, সে তার গোলামের সাথে তার বাঁদীর বিবাহ দেয়, অতঃপর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়? নারীর ঊরু স্পর্শ করা যার জন্য বৈধ, তালাকের অধিকার তার। [সুনানে ইবনে মাজাহ-১৫১, হাদীস নং-২০৮১]
جعل الطلاق بيد الزوج لا بيد الزوجة
إن الذى يملك الطلاق إنما هو الزوج…. ولا تلملكه الزوجة إلا بتوكيل من الزوج أو تفويض منه (الفقه الأسلامى وأدلته-7/347، 355)
لأن الطلاق لا يكون من النساء (رد المحتار-4/361)
ومحله المنكوحة وأهله زوج عاقل بالغ مستقظ (الدر المختار مع رد المحتار-4/431، هندية-1/348، 353
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।