প্রচ্ছদ / ইসলাহী/আত্মশুদ্ধি / সেহরী না খেয়ে লাগাতার রোযা রাখার হুকুম কী?

সেহরী না খেয়ে লাগাতার রোযা রাখার হুকুম কী?

প্রশ্ন

একটানা না ভেঙ্গে ৩ দিন বা ৭ দিন রোজা রাখা যাবে কি ? যদি আমি রোজা রাখা শুরু করি রবিবার থেকে আর ইফতার করি মঙ্গলবার সন্ধ্যায় ; শারিয়াহর দৃষ্টিকোণ থেকে এটার বৈধতা আছে কি ? বিভিন্ন আওলিয়ার জীবনীতে এমন রোজার উল্লেখ পাওয়া যায়।

এরকম রোজা রাখা কি হারাম নাকি অপছন্দনীয় ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যে ব্যক্তি এমনটি করতে পারে। শারিরীকভাবে অসুস্থ্য হবার সম্ভাবনা না থাকে, তাহলে তার জন্য এমনটি করা জায়েজ আছে। কিন্তু শারিরীকভাবে অসুস্থ্য হয়ে পড়ার সম্ভাবনা থাকলে এমনটি করা জায়েজ হবে না।

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ  [٢:١٩٥]

নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না।  [সূরা বাকারা-১৯৫]

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرِ بْنِ حَمْدَانَ، ثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي أَبِي، ثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ، ثَنَا الزُّبَيْرُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ جَدَّةٍ لَهُ يُقَالُ لَهَا: زَهِيمَةُ، قَالَتْ: «كَانَ عُثْمَانُ يَصُومُ الدَّهْرَ، وَيَقُومُ اللَّيْلَ إِلَّا هَجْعَةً مِنْ أَوَّلِهِ» حلية الأولياء لحافظ ابو نعيم احمد بن عبد الله بن احمد بن اسحاق-1/56

হযরত যুবায়ের বিন আব্দুল্লাহ তার দাদী রুহাইমা থেকে বর্ণনা করেন, উসমান রাঃ সারা বছর রোযা রাখতেন, এবং সারা রাত নামায পড়তেন, তবে শুরু রাতে ঘুমাতেন। (হিলয়াতুল আওয়ালিয়া-১/৫৬]

হযরত উমর বিন খাত্তাব রাঃ এর জীবনীতে ইবনে কাসীর রহঃ লিখেনঃ

كان يصلى بالناس العشاء ثم يدخل بيته فلا يزال يصلى إلى الفجر، وما مات حتى سرد الصوم، (البداية والنهاية-7/135)

তিনি লোকদের সাথে ইশার নামায আদায় করতেন, তারপর ঘরে এসে ফজর পর্যন্ত সারারাত নামায পড়তেন। ধারাবাহিক রোযা রাখা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। [আলবিদায়া ওয়াননিহায়া-৭/১৩৫]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …