প্রশ্ন
আমার প্রশ্ন হল, এক ব্যক্তি পাশের বাড়ির ভাবির সাথে যিনা করেছে। স্বামীর সন্দেহ হলে তার সামনে মিথ্যা কসম করে বলেছে সে একাজ করেনি। যদি স্বীকার করতো, তাহলে তার মানসম্মান কিছুই থাকতো না। তাই সে এমনটি করেছে।
এখন সে অনুতপ্ত। এখন তার করণীয় কী? কসমের কাফফারা আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
লোকটি দু’টি মারাত্মক গোনাহ করেছে।
একটি হল, যিনার গোনাহ। ইসলামী হুকুমত হলে তার উপর শরয়ী হদ প্রয়োগ করা হতো। কিন্তু ইসলামী হুকুমাত না থাকায়, তার উপর আবশ্যক হল, সাচ্চা দিলে তওবা করা।
দ্বিতীয়ত মিথ্যা কসম করেছে। মিথ্যা কসমের কাফফারা দিতে হয় না। এটি ইয়ামিনী গুমুছ। তবে এজন্যও তাকে খাস দিলে তওবা করতে হবে। ভবিষ্যতে এহেন জঘন্য কাজ করা থেকে বিরত থাকা আবশ্যক।
عن عبد الله بن عمرو رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم قال: الكبائر الاشراك بالله، وعقوق الوالدين، وقتل النفس، واليمين الغموس (صحيح البخارى، كتاب الأيمان والنذور، باب اليمين الغموس -2/987، رقم-6419، 6675)
وهى ثلاث غموس وهى حلفه على أمر ماض، أو حال كذبا عمدا وحكمها الاثم ولا كفارة فيها إلا التوبة (ملتقى الأبحر-2/259)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]