প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা পালনকর্তা বলে ডাকা যাবে?

আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা পালনকর্তা বলে ডাকা যাবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

আলহামদুলিল্লাহ। আপনাদের ভিডিও দ্বারা খুব উপকৃত হইতেছি। আহলে হাদীসদের বিভ্রান্তি পরিস্কার হচ্ছে। তো ডাক্তার জাকির নায়েক এর বিভ্রান্তি করা ভিডিও দেখে বুঝলাম আল্লাহকে তার আসমাউল হুসনা অনুসারে ডাকতে হবে।

তো আমার প্রশ্ন হল, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, প্রতিপালক, রিজিকদাতা আল্লাহ তাআলা এগুলা বলা কি ভুল?

শুধু আরব নাম অনুসারেই উনাকে ডাকতে হবে?

উত্তর জানিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহু খাইরা।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আল্লাহ তাআলাকে তার সিফাতী নাম আসমাউল হুসনা বলেই ডাকা উচিত। এর সাথে অন্য ভাষায় কেবল এমন শব্দেই ডাকা যাবে যে শব্দ শুধু আল্লাহর জন্যই খাস। অর্থাৎ শুধুই তাকেই ডাকা হয়। অন্য কাউকে উদ্দেশ্য করা হয় না। সেই সাথে এ নাম অন্য কোন ধর্মের প্রতীকও নয়।

রিজিকদাতা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, প্রতিপালক আল্লাহ এভাবে বলাতে সমস্যা কেন থাকবে? কারণ এখানে মূলত ডাকা হচ্ছে আল্লাহকেই। আর আগে তার সিফাতকে সংযুক্ত করা হচ্ছে বাংলা ভাষায়। আর এভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট সিফাত ডাকাতে কোন সমস্যা নেই। সব সময় আরবীটাই বলতে হবে বিষয়টা এমন নয়। তবে আরবীটা বলা উত্তম।

তবে অন্য ভাষায়ও বলা যাবে, যা আল্লাহর জন্যই বিশেষায়িত। শুধু তার জন্যই ব্যবহৃত হয়। যেমন উপরোক্ত শব্দগুলো। এতে কোন সমস্যা নেই।

هى معظمة فى كل لغة مرجعها إلى ذات واحدة، فإن اسم الله لا يعرف العرب غيره، وهو بلسان فارسى “خدا” أى بلسانه الحبشة “واق” وبلسان الفرنجى “كريطرداروا” بحث على ذلك فى سائر الألسن، تجد ذلك الاسم الإلاهى معظما فى كل لسان من حيث لا يدل عليه(اليواقيت والجواهر-1/78)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …