প্রচ্ছদ / প্রশ্নোত্তর / মিসওয়াক করে নামায পড়লে সত্তর গুণ বেশি সওয়াব হয়?

মিসওয়াক করে নামায পড়লে সত্তর গুণ বেশি সওয়াব হয়?

প্রশ্ন

From: মুহাম্মদ মিজানুর রহমান
বিষয়ঃ মেসওয়াক এর ফযিলত

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

মুহতারাম মুফতি সাহেব এর নিকট আমার প্রশ্ন হল,
মেসওয়াক করে নামাজ পড়লে ৭০ গুন সোয়াব হয় এই কথার কোন সহি দলিল আছে কি জানতে চাই।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, এটি সহীহ দলীল দ্বারাই প্রমাণিত।

এ মর্মে একাধিক হাদীস বর্ণিত হয়েছে। এর সম্পর্কিত কিছু দুর্বল বর্ণনা থাকলেও কিছু কিছু বর্ণনা হাসান পর্যায়ের। যা দলীলযোগ্য।

সুতরাং এ ফযীলতটিকে শুধুই দুর্বল হাদীস দ্বারা প্রমাণিত বলার সুযোগ নই। বরং এটি হাসান পর্যায়ের দলীলযোগ্য হাদীস দ্বারাই প্রমাণিত।

عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: ” فَضْلُ الصَّلَاةِ بِالسِّوَاكِ، عَلَى الصَّلَاةِ بِغَيْرِ سِوَاكٍ، سَبْعِينَ ضِعْفًا “

হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ মিসওয়াক করে নামায পড়ার ফযীলত মিসওয়াক ছাড়া নামায পড়ার তুলনায় সত্তর গুণ বেশি। [মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৩৪০, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-১০৮, সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৬১]

ইমাম আজুলুনী রহঃ উক্ত হাদীসের ব্যাপারে মন্তব্য করেনঃ

ورواه الحميدي وأبو نعيم عن جابر وإسناده حسن،

এ মর্মের হাদীস ইমাম হুমাইদী এবং আবু নূআইম জাবের রাঃ থেকে বর্ণনা করেছেন। যার সনদ হাসান। [কাশফুল খাফা-১/৪৯৭, বর্ণনা নং-১৩৯৯]

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” الرَّكْعَتَانِ بَعْدَ السِّوَاكِ أَحَبُّ مِنْ سَبْعِينَ رَكْعَةً قَبْلَ السِّوَاكِ “

হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিসওয়াকের পর দুই রাকাত নামায মিসওয়াকের আগের দুই রাকাতের তুলনায় সত্তর গুণ বেশি উত্তম। [শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-২৫২০, মুসনাদুল হারেছ, হাদীস নং-১৬০, সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৬০]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …