প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / পায়খানার রাস্তা দিয়ে অল্প নাপাক বের হলে অযু ভঙ্গ হবে না?

পায়খানার রাস্তা দিয়ে অল্প নাপাক বের হলে অযু ভঙ্গ হবে না?

প্রশ্ন

From: md abdullah
বিষয়ঃ পবিত্রতা

১নং প্রশ্ন :

একজন ২০ বয়সি ব্যক্তি উনার নামাজ পরার  আগে এ রকম কিছু মনে হয় না, কোন কিছু অনুভব হয় না যে, তার পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়ছে।কিন্তু নামাজ শেষ হলে কয়েক মিনিট পর হঠাৎ এটি মনে হলে তখন পায়খানার রাস্তায়  টিসু দিলে দেখা যায়  খুবই সানান্য পায়খানা। এই রকম প্রতি সপ্তাহে ৫-৬ বার হয়।

এখন ওই অবস্থায় যে নামাজগুলো পড়া হয়েছে সে গুলো কি আবার পড়বে? এবং মাঝে মাঝে  নামাজের আগে মনে হলে  সেটা পরিস্কার করে নামাজ করে।

২নং প্রশ্ন :

নামাজের আগে মনে হলে কি পরিস্কার করে নামাজ পড়তে হবে? আমার মনে হয় না, কারন এটা অসুখের মত।

উত্তর

بسم الله الرحمن الرحيم

পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হলে অজু ভেঙ্গে যায়। [হেদায়া-১/৭]

যেহেতু এটি মাঝে মাঝে হয়, সব সময় হয় না। তাই যখনি এমন মনে হবে, সাথে সাথে তা পরিস্কার করে অযু করে তারপর নামায পড়তে হবে।

যে নামাযগুলো এ অবস্থায় পড়া হয়েছে সেই নামাযগুলো আদায় হয়নি। পুনরায় পড়ে নিতে হবে।

أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ [٥:٦]

তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে [তাহলে নামায পড়তে পবিত্রতা অর্জন করে নাও] {সূরা মায়িদা-৬}

عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” الْوُضُوءُ مِمَّا خَرَجَ، وَلَيْسَ مِمَّا دَخَلَ 

হযরত আব্বাস রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। [সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৫৬৮]

 عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، أَنَّهُ قَالَ فِي الَّذِي يَتَوَضَّأُ فَيَخْرُجُ الدُّودُ مِنْ دُبُرِهِ، قَالَ: ” عَلَيْهِ الْوُضُوءُ ” وَكَذَلِكَ قَالَ الْحَسَنُ وَجَمَاعَةٌ

হযরত আত্বা বিন আবী রবাহ রহঃ থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি অযু করে, তারপর তার পিছনের রাস্তা দিয়ে কোন পোকা ইত্যাদি বের হয়, তাহলে তার উপর পুনরায় অযু করা আবশ্যক। একই কথা বলেছেন হাসান বসরী রহঃ এবং মুহাদ্দিসদের এক জামাত। [সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৫৬৮, মুসান্নাফ ইবনে আবী শাইবা-১/৩৯, মুসান্নাফ আব্দুর রাজ্জাক-১/১৬৪]

قَالَ عَطَاءٌ: «تَوَضَّأْ مِنْ كُلِّ حَدَثٍ مِنَ الْبَوْلِ، وَالْخَلَاءِ، وَالْفُسَاءِ، وَالضُّرَاطِ، وَمِنْ كُلِّ حَدَثٍ يَخْرُجُ مِنَ الْإِنْسَانِ

হযরত আত্বা রহঃ বলেন, অযু কর প্রত্যেক হদসের কারণে। যেমন পেশাব, পায়খানা, বায়ু বের হওয়া শব্দসহ বা শব্দ ছাড়া। প্রতিটি বস্তু যা মানুষের শরীর থেকে বের হয়। [মুসান্নাফ আব্দুর রাজ্জাক-১/১৩৯, হাদীস নং-৫২৭]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …