প্রচ্ছদ / দিফায়ে ফিক্বহে হানাফী / হাদীসের কিতাবে ইমাম আবূ হানীফা বর্ণিত কোন হাদীস নেই?

হাদীসের কিতাবে ইমাম আবূ হানীফা বর্ণিত কোন হাদীস নেই?

প্রশ্ন

সম্মানিত মুফতী সাহেব।

আপনাদের আহলে হক মিডিয়ার ওয়েব সাইটের লেখা ও প্রকাশিত ভিডিওর মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন।

আমার প্রশ্ন হল, আমাদের কিছু ভাইয়েরা এ প্রশ্ন করেন যে, ইমাম আবূ হানীফা রহঃ যদি হাদীসের বিষয়ে অভিজ্ঞই হতেন বা তিনি মুহাদ্দিস হতেন, তাহলে হাদীসের কিতাবের সংকলকগণ তাদের কিতাবে ইমাম আবূ হানীফার সূত্রে কোন হাদীস কেন আনেননি?

দয়া করে উত্তর দিয়ে বাধিত করবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

ইমাম আবূ হানীফা রহঃ যেমন যুগশ্রেষ্ঠ ফক্বীহ মুজতাহিদ ছিলেন। তেমনি তিনি কালের সেরা মুহাদ্দিসও ছিলেন। আর কোন ব্যক্তি মুজতাহিদ হতেই পারেন না যদি না তিনি প্রাজ্ঞ মুহাদ্দিস হন। কারণ মুজতাহিদতো কুরআন ও হাদীস ঘেটে মাসআলা উদ্ভাবন করে থাকেন। তো তিনি যদি অভিজ্ঞ মুহাদ্দিস না হন, তাহলে তিনি কিভাবে হাদীস থেকে মাসআলা বের করবেন?

ইমাম আবূ হানীফা রহঃ থেকে অসংখ্য হাদীস হাদীসের কিতাবে বর্ণিত হয়েছে।

যেমনঃ

আলমু’জামুল আওসাত লিতবারানী গ্রন্থে ১৪টির অধিক।

আলমু’জামুল কাবীর লিতবারানী গ্রন্থে ১৩টি।

সুনানে দারা কুতনীতে ৯টি।

মুস্তাদরাক আলাসসহীহাইন গ্রন্থে ২টি।

মুসনাদে আবী ইয়ালা গ্রন্থে ২টি।

মুজামে ইবনে আসাকীর গ্রন্থে ১টি।

মুসান্নাফ আব্দুর রাজ্জাক গ্রন্থে ৫৪টি।

মারিফাতুস সুনান ওয়াল আছার গ্রন্থে ১০টি।

সুনানুল কুবরা লিলবায়হাকীতে ১৫টি।

মুসান্নাফ ইবনে আবী শাইবায় ৩৭টি।

কিতাবুল আছার লিআবী ইউসুফ গ্রন্থে ৯৯৮টি।

এছাড়া তাহাবী শরীফে অনেক হাদীস সনদসহ ইমাম আবূ হানীফা রহঃ থেকে বর্ণিত।

এতে গেল প্রসিদ্ধ হাদীসের কিতাবে বর্ণিত হাদীস। এছাড়া ফিক্বহের বিভিন্ন কিতাবে সূত্রসহ তার থেকে অনেক হাদীস বর্ণিত রয়েছে।

সুতরাং ইমাম আবূ হানীফা রহঃ থেকে হাদীসের কিতাবে কোন হাদীস বর্ণিত নেই বলাটা হাদীসের কিতাব সম্পর্কে অজ্ঞতারই পরিচায়ক।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …