প্রচ্ছদ / খিলাফত/ইসলামী রাষ্ট্রনীতি / ইসলামের উপকার করার মানসে নির্বাচনে প্রার্থী হবার হুকুম কী?

ইসলামের উপকার করার মানসে নির্বাচনে প্রার্থী হবার হুকুম কী?

প্রশ্ন

বাংলাদেশের প্রচলিত গনতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় অথবা প্রবাসে সেই দেশের রাজনৈতিক ব্যবস্থায় ইসলাম ধর্মের খেদমত এবং জনগনের সেবার ইচ্ছা পোষন করে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে জাতীয় সংসদ অথবা স্থানীয় সরকারের (পৌর, সিটি কর্পোরেশন) কোনো পদে নির্বাচন করা ইসলাম সম্মত কিনা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

প্রথমেই জেনে নিতে হবে যে, গণতান্ত্রিক বর্তমান পদ্ধতিটি ইসলাম সম্মত নয়।

যেহেতু হুট করেই এ পদ্ধতিটি পরিবর্তন সম্ভব নয়।  তাই বর্তমান সময়ে রাজনীতির সকল প্রকার খারাপ দিক তথা ধোঁকা, মিথ্যা, প্রতিপক্ষের গীবত, অপবাদ, জুলুম, হক বিনষ্টকরণ ইত্যাদি খারাপ কাজ থেকে বিরত থাকার নিশ্চয়তা থাকে, সেই সাথে উপরোক্ত কাজের যোগ্য ব্যক্তি হয়, তাহলে ইসলামের উপকারের মানসে নির্বাচনে অংশগ্রহণ করা বৈধ হবে।

কিন্তু যদি ভাল করতে গিয়ে আরো বেশি গোনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে জায়েজ হবে না।  [ফাতাওয়া উসমানী-৩/৫০৯]

قَالَ اجْعَلْنِي عَلَىٰ خَزَائِنِ الْأَرْضِ ۖ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ [١٢:٥٥]

ইউসুফ বললঃ আমাকে দেশের ধন-ভান্ডারে নিযুক্ত করুন। আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান। [সূরা ইউসুফ-৫৫]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …