প্রশ্ন
From: মোঃ পলাশ ভূঞা
বিষয়ঃ চাকুরি সম্পর্কীত
আসসালামু আলাইকুম,
আমি ১টি Garments এ job করি। বাংলাদেশের প্রায় সব Garments ব্যাংক থেকে টাকা লোন নিয়ে তৈরি । এখন আমার এই job টা কি হালাল হবে? দয়া করে একটু দ্রুত জানাবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গার্মেন্টস এর মূল ব্যবসাটি বৈধ ব্যবসা। তাই যদি আপনি সুদী ঋণ গ্রহণ ও প্রদান বিভাগ ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে চাকুরী করে থাকেন, তাহলে আপনার চাকুরীটি বৈধ হবে।
কারণ মূলনীতি হল, যদি কারো ব্যবসা হালাল ও হারাম মালের মিশ্রণ থাকে। হারাম মাল বেশি হলে বেতন নেয়া জায়েজ নয়। তবে যদি হারাম মাল কম হয় তাহলে বেতন নেয়া জায়েজ হবে।
সেই হিসেবে উপরোক্ত কোম্পানীর যদি মূলধন অধিক হয়, আর সুদী ঋণ কম হয়, তাহলে উক্ত কোম্পানীর সুদী লেনদেন করতে হয় না এমন ডিপার্টমেন্টে চাকুরী করাতে কোন সমস্যা নেই।
ولا يجوز قبول هدية أمراء الجور لأن الغالب في مالهم الحرمة إلا إذا علم أن أكثر ماله حلال بأن كان صاحب تجارة أو زرع فلا بأس به لأن أموال الناس لا تخلو عن قليل حرام فالمعتبر الغالب (الفتاوى الهندية، كتاب الكراهية، الثاني عشر في الهدايا والضيافات-5/342
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]