প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / যৌথ পরিবারে পিতা সন্তান উভয়ে চাকুরীজীবী হলে কুরবানী কার উপর আবশ্যক?

যৌথ পরিবারে পিতা সন্তান উভয়ে চাকুরীজীবী হলে কুরবানী কার উপর আবশ্যক?

প্রশ্ন

হুজুর আসলামু আলাইকুম
আমি একজন মধ্যবিত্ত পরিবার আমি একটি চাকুরী করে বেতন পাই আমার বাবাও চাকুরী করে বেতন পায় এবং আমরা একই অন্নে খাই। একই বাড়িতেই থাকি এখন কুরবানী কার উপর ওয়াজিব?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যেহেতু আপনার বাপ বেটা উভয়ে চাকুরীজীবী। যদি আলাদাভাবে আপনারা নিসাব পরিমাণ টাকা পয়সার মালিক হোন, তাহলে উভয়ের উপর কুরবানী করা আবশ্যক।

তবে যদি কামাই উভয়জনে করলেও টাকার মালিকানা পিতা বা সন্তানের কাছে থাকে, অপরজন প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ টাকা পয়সার মালিক না হয়,তাহলে শুধু একজনের উপর ওয়াজিব হবে।

فتجب التضحية على حر مسلم مقيم موسر (تنوير الأبصار مع الدر-9/452-453)

الأب وابنه يكتسبان فى صنعة واحدة ولم يكن لهما شيئ فالكسب كله للأب إن كان الإبن فى عياله لكونه معينا له (رد المحتار، كتاب الشركة، مطلب اعتمعا فى دار واحدة واكتسبا-6/502، هندية-2/329)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …