প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / এক পশুতে ছয়জন শরীক ব্যক্তি সপ্তম ভাগ নবীজীর নামে দিতে পারবে কি?

এক পশুতে ছয়জন শরীক ব্যক্তি সপ্তম ভাগ নবীজীর নামে দিতে পারবে কি?

প্রশ্ন

মাননীয় মুফতি সাহেবের কাছে জানতে চাই ৬ জনে মিলে একটি গরু কুরবানী করবে সেখানে আরেকটি অংশ রাসুল সাঃ এর নামে
এখন রাসুল সাঃ এর অংশের টাকা কে দিবে এবং সে অংশের গোশত কে নিবে?
দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যেহেতু শরীক ছয়জন। আর ছয়জনের অংশই সমান। তাই একটি গরুর যা মূল্য তা ছয়জনে সমান ভাগ মূল্য প্রদান করে ক্রয় করে নিবে। আর কুরবানী করার সময় এক ভাগে ছয়জনের পক্ষ থেকেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নফল কুরবানীর নিয়ত করে নিবে।

গোস্ত বন্টনের সময় পূর্ণ গরুর গোস্ত ছয় ভাগে বন্টন করে ছয়জন নিয়ে নিবে।

সপ্তম অংশের আলাদা ভাগ করার কোন প্রয়োজনই নেই।

وإن مات أحد السبعة المشتركين فى البدنة، وقال الورثة: إذبحوا عنه وعنكم صح عن الكل استحسانا لقصد القربة من الكل، ولو ذبحوها بلا إذن الورثة لم يجزهم، لأن بعضها لم يقع قربة (الدر المختار مع الشامى-9/471)

عَنْ حَنَشٍ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ: مَا هَذَا؟ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ»

হযরত হানশ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আলী রাঃ কে দেখলাম তিনি দু’টি বকরী কুরবানী করলেন। আমি তাকে বললাম, এটি কি? [আপনার উপরতো একটি আবশ্যক ছিল কিন্তু আপনি দু’টি করলেন কেন?] তিনি বললেন, নিশ্চয় রাসূল সাঃ আমাকে অসিয়ত করেছেন তার পক্ষ থেকে কুরবানী করতে। এ কারণে আমি তার পক্ষ থেকে কুরবানী করছি। {আবু দাউদ, হাদীস নং-২৭৯০}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …