প্রশ্ন
আসসালামু আলাইকুম সম্মানিত শায়খ,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার কিছু প্রশ্ন ছিলো। দয়া করে উত্তর দিয়ে বাধিত করবেন।
আমার আম্মুর কিছু সোনার গহনা আছে। সোনার গহনার দাম প্রায় চুয়াল্লিশ হাজার টাকা। আম্মু মনে করেছিলেন এই অল্প সোনার যাকাত হয় না, তাই যাকাত দেননি। এখন আমি কিছু দিন আগে হিসাব করে দেখি আম্মুর সোনার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্য থেকে বেশি আছে। প্রায় ১৮ বছরের যাকাত দিতে হবে মোট। আম্মু যাকাতের টাকাগুলো তাড়াতাড়ি দিতে পারবেন না কারণ আম্মুর কাছে নগদ টাকা নেই।আব্বুর কাছে বললে আব্বু বাসায় অশান্তি করতে পারেন । আর গহনার ভেতর একজোড়া বালা, দুল, একটা নাকফুল, একটা চেইন আছে। আর গহনা বিক্রি করে যাকাত দিলেও আব্বু অশান্তি করতে পারেন। আমি চাচ্ছি না উনি এই বৃদ্ধ বয়সে এসে এই গুলো বিক্রি করেন। আমি এখন পড়াশোনা করছি,আমি নিজে কামাই করি না। এখন আব্বু আমাকে প্রতি মাসে যে হাত খরচ দেয় সেখান থেকে আম্মুর যাকাতের টাকা দিলে কি যাকাত আদায় হবে? আমি আস্তে আস্তে সম্পূর্ণ যাকাত আদায়ের চেষ্টা করতাম। এভাবে কি হবে?
দয়া করে উত্তর জানাবেন। আমার উত্তরটা জানা খুব দরকার। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার আম্মার অনুমতিক্রমে তার যাকাত আপনি আদায় করে দিলে আদায় হবে।
من ادى زكاة مال غيره من مال نفسه بأمر من عليه الزكاة جاز (الفتاوى السراجية، كتاب الزكاة، باب نية الزكاة وكيفية الأداء-146)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]