প্রচ্ছদ / প্রশ্নোত্তর / আত্মীয় ছাড়া অন্যকে যাকাত দিলে আদায় হবে না?

আত্মীয় ছাড়া অন্যকে যাকাত দিলে আদায় হবে না?

প্রশ্ন

আসসালামু আলাইকুম সম্মানিত শায়খ,

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার কিছু প্রশ্ন ছিলো। দয়া করে উত্তর দিয়ে বাধিত করবেন।

আমাদের আত্মীয়দের ভেতর একজন আছেন যিনি যাকাত পাওয়ার হকদার। কিন্তু উনার সাথে আমাদের সম্পর্ক ভালো না। এর আগে উনাকে কিছু হাদিয়া দেওয়া হয়েছিলো কিন্তু তিনি এটাকে ভালো ভাবে নেননি এবং খুব ঝামেলা করেছিলেন। উনাকে যাকাত না দিয়ে মিসকিনদের যাকাত দিলে কি যাকাত আদায় হবে?

দয়া করে উত্তর জানাবেন। আমার উত্তরটা জানা খুব দরকার। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যেকোন গরীব মিসকীনকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে।

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ [٩:٦٠

যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদে হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। [সূরা তওবা-৬০]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

গর্ভবতী স্ত্রীকে তিন তালাক দিলে স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে?

প্রশ্ন সময় নস্ট করার জন্য দু:খিত প্রশ্নটি হল একজন তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল দেওয়ার …